বাস থেকে নামিয়ে বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০

বাস থেকে নামিয়ে বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক:
বগুড়ায় এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা এবং তার বড় ভাই আল মামুনকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। নিহত বিএনপি কর্মীর নাম আপেল (৩৫)। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া সদর উপজেলার রংপুর মহাসড়কে পাকুড়তলা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আপেল বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের পলাশবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। হামলায় আহত তার বড় ভাই আল মামুন গোকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য।

গরু কেনার জন্য দুই ভাই বাসযোগে গোবিন্দগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে চন্ডিহারা বন্দরের আগে পাকুড়তলা নামক স্থানে কিছু লোক বাসটি থামিয়ে তাদের বাস থেকে নামিয়ে মহাসড়কের পাশে একটি লিচু বাগানে নেয়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা করা হয় দুই ভাইকে। এতে ঘটনাস্থলেই আপেলের মৃত্যু হয় এবং তার ভাই মামুন আহত হয়। স্থানীয়রা মামুনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আর কে বি রেজাব গণমাধ্যমকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বাস থেকে নামানোর পর তাদের ওপর হামলা করা হয়েছে, এ বিষয়টি তিনি নিশ্চিত করেননি। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল