বায়ার্নের কাছে এক হালি হজম করল মাদ্রিদ

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০

বায়ার্নের কাছে এক হালি হজম করল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগ মানেই যেন জার্মানির দল বায়ার্ন মিউনিখের রাজত্ব। নতুন মৌসুমেও দুর্দান্ত শুভসূচনা করলেন হানসি ফ্লিকের শিষ্যরা।

প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে এক হালি গোল হজম করল অ্যাটলেটিকো মাদ্রিদ।

এ নিয়ে বর্তমান কোচ হানসি ফ্লিকের অধীনে ২০তমবারের মতো কোনো ম্যাচে ৪ বা ততোধিক গোল করল বায়ার্ন, যা ইউরোপের সেরা পাঁচ লিগের মধ্যে গত এক বছরে এতবার কোনো দল প্রতিপক্ষের জালে হালি গোল দিতে পারেনি।

বায়ার্নের ৪ গোলের জবাবে একটি গোলও পরিশোধ করতে পারেনি মাদ্রিদ।

ম্যাচ শুরুর তৃতীয় মিনিটে সহজ সুযোগ হারায় বার্সেলোনা থেকে অ্যাটলেটিকোয় যোগ দেয়া উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। এর কিছু পর সুযোগ হাতছাড়া করে বায়ার্নও। নিকোলাস সুলের শট গিয়ে আঘাত হানে পোস্টে।

২৭ মিনিটের সময় জশুয়া কিমিচের এগিয়ে দেয়া বল ধরে লিড এনে দেন গত আসরের ফাইনালে একমাত্র স্কোরার ফ্রেঞ্চ ফরোয়ার্ড কোম্যান।

এর পর বল নিয়ে অনেকবার রক্ষণ ভাঙার চেষ্টা করেও গোল পায়নি বায়ার্ন।

তবে প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট চারেক আগে কোম্যানের এসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন বায়ার্নের গোরেৎজকার।

২-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৬৬ মিনিটের সময় ৩০ গজ দূর থেকে জোরালো শট নেন তোলিসো। আর সেই শটে পরাস্ত হন অ্যাটলেটিকোর গোলরক্ষক।

৭২ মিনিটে গিয়ে একক প্রচেষ্টায় নিজের জোড়া গোল করে দলের হালি পূরণ করেন কোম্যান।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল

 


×

Dear Visitor

Welcome to your country

For Regular News Update Follow Our Page.

Follow