বিআরটিএ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশ্বাসে প্রত্যাহার হলো সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২২

বিআরটিএ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশ্বাসে প্রত্যাহার হলো সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সিলনিউজ বিডি ডেস্ক :: সিলেটে জেলা পরিবহন শ্রমিকদের ডাকা কর্মবিরতি স্থগিত করেছে শ্রমিক সংগঠন। শনিবার (০৯ এপ্রিল) বাংলাদেশ রোড ট্রাসপোর্ট অথোরিটি (বিআরটিএ) সিলেট বিআরটিএ উপ-পরিচালক শহিদুল্লাহ কায়ছার সঙ্গে নিয়ে দুপুরঃ ১২টা থেকে ০৩টা পর্যন্ত দীর্ঘ বৈঠক শেষে কর্মবিরতি ঘোষণা দেওয়া হয়।

এর আগে বিআরটিএ সিলেট অফিসের এডি সহ কয়েকজন কর্মচারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ তুলে ধরেন পরিবহন মালিকও শ্রমিকনেতারা। সিলেট বিআরটিএ দুর্নীতি ঘুষ বানিজ্য অভিযোগ সত্যতা প্রমানে উপ-পরিচালক শহিদুল্লাহ কায়ছার অনিয়ম দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে আশ্বাসদেন। পরিবহন ও শ্রমিক নেতাদের। তিনি আরো আশ্বাসদেন অভিযোগকারীদের বিরুদ্ধে ঢাকায় বিআরটিএ চেয়ারম্যান এর সাথে আলাপ ও সিলেট বিআরটিএ অভিযোগ তুলে ধরবেন। এবং সিলেট থেকে বদলীর ব্যবস্থা নিবেন। উপ-পরিচালকের আশ্বাসে সিলেট জেলা পরিহন শ্রমিক আন্দোলন থেকে প্রত্যাহার করেন। এর আগে গত বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সিলেট বিআরটিএ দুর্নীতি অনিয়মের অভিযোগে সিলেটে রোববার (১০ এপ্রিল) থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেন পরিবহন শ্রমিকরা।

সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মঈনুল ইসলাম সিল নিউজ বিডি ডট কম ও দৈনিক সিলেটের দিনকালকে বলেন, সিলেট বিআরটিএ সহকারী পরিচালক মোঃ সানাউল হক ও কয়েকজন কর্মচারি সিলেট থেকে প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়। তবে শনিবার শ্রমিক সংগঠনের নেতারা ও উপ- পরিচালকের বৈঠকে অনেকগুলো দাবি মেনে নেয়ায় কর্মসূচি স্থগিত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল