বিএইচসিআই কর্মসূচিতে ৫ লক্ষাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা

প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫

বিএইচসিআই কর্মসূচিতে ৫ লক্ষাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা

বিএইচসিআই কর্মসূচিতে ৫ লক্ষাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা

ডেস্ক রিপোট

বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ (বিএইচসিআই) কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ৫ লাখ ৫৫ হাজারেরও বেশি রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিনামূল্যে উচ্চ রক্তচাপের চিকিৎসা ও ঔষধ পাচ্ছেন। এদের মধ্যে গড়ে ৫৫% রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে এসেছে। কেবল সিলেট বিভাগেই চিকিৎসা নিচ্ছেন ১ লাখ ৮১ হাজারের বেশি রোগী, যাদের ৫৮% রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে।

বর্তমানে দেশের ৪৪ জেলার ৩১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রম চলছে। ডিজিটাল অ্যাপ NCD-BD ব্যবহারের ফলে রোগী ট্র্যাকিং ও ফলোআপ সহজ হওয়ায় রক্তচাপ নিয়ন্ত্রণের হার ২০% থেকে বেড়ে ৬০% হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সিলেটের বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (এনসিডিসি), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও Resolve to Save Lives-এর সহায়তায় পরিচালিত কার্যক্রম – বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ এর অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সভায় বিএইচসিআইয়ের সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. দেবদুলাল দে পরাগ জানান, দেশে মৃত্যুর ৭১% অসংক্রামক রোগে এবং এর মধ্যে ৩৪% উচ্চ রক্তচাপ ও হৃদরোগে হয়ে থাকে।

উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সকল সিভিল সার্জন, সকল জেলা হাসপাতালের ত্বতাবধায়ক ও অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তাগণ। তারা বলেন বিএইচসিআই কেবল রক্তচাপ নিয়ন্ত্রণই নয়, বরং প্রাথমিক স্বাস্থ্যসেবায় অসংক্রামক রোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন উল্লেখ করেন বাংলাদেশে ইপিআই প্রোগামের পর বিএইচসিআই প্রোগ্রামটি এই মুহূর্তে সমৃদ্ধিপূর্ণ।

বিএইচসিআইয়ের পরিচালক অধ্যাপক সোহেল রেজা চৌধুরীর অভিমত ব্যাক্ত করে বলেন, দেশে প্রায় ২৪.৬% প্রাপ্তবয়স্ক উচ্চ রক্তচাপে ভোগেন, কিন্তু মাত্র ৭ ভাগের এক ভাগ নিয়মিত চিকিৎসার মাধ্যমে তা নিয়ন্ত্রণে রাখতে পারেন। নিয়মিত চেকআপ ও বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা গেলে উচ্চ রক্তচাপজনিত অকালমৃত্যু অনেক কমানো সম্ভব। একই সঙ্গে বিএইচসিআই বাস্তবায়ন প্রাথমিক স্বাস্থ্যসেবাকে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে আরও শক্তিশালী করবে।

সমাপনী বক্তব্যে সিলেটে বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আনিসুর রহমান বলেন, দেশে অসংক্রামক রোগজনিত মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বাড়ছে। তাই সরকার দেশের সবগুলো উপজেলা হেলথ কমপ্লেক্সে এনসিডি কর্নার এর মাধ্যমে উচ্চ রক্তচাপ রোগীদের রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য বিনামূল্যে ওষুধ বিতরণ করছে।
সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় যা ভবিষ্যৎ এ বিএইচসিআই’র কার্যক্রমকে আরো ত্বরান্বিত করবে। সভা শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল