বিএনপিতে যোগ দিচ্ছেন ছাত্রমৈত্রীর সাবেক দুই নেতা

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৬

বিএনপিতে যোগ দিচ্ছেন ছাত্রমৈত্রীর সাবেক দুই নেতা

bnp-logo1বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক দুই নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিতে যাচ্ছেন। এ দুজন হচ্ছেন- সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি জহিরুল ইসলাম বাবু।

শনিবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিএনপিতে যোগ দেবেন তারা।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান শুক্রবার বিকেলে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সক্রিয় কয়েকটি ছাত্র সংগঠনের সমন্বয়ে ১৯৮০ সালের ৬ ডিসেম্বর ছাত্রমৈত্রী গঠন করা হয়। আতাউর রহমান ঢালি এ সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হন। ঢালি তখন ন্যাপ ভাসানীর ছাত্র সংগঠন জাতীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বর্তমান সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।