১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২৪
মুরাদ হোসেন :
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন
এদেশের মানুষের অধিকার আদায়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এই আন্দোলনে জাতীয়তাবাদী দল বিএনপির যত নেতাকর্মী জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছে সকল নেতাকর্মীদের মূল্যায় করা হবে। বিএনপি যখনই ক্ষমতায় আসে এদের মানুষের কল্যাণে উন্নয়ন করেছে। অত্যন্ত দুঃখের বিষয় সিলেট ৪ আসনের ৩টি উপজেলায় যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ যা ভাষায় বলার মতো নয়। আমাদের দলের যাঁরাই মানুষের জানমালে আক্রমণ লুটপাট অবৈধভাবে দখল সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে দল থেকে কুটুর ব্যবস্থা নেওয়া হবে। গতকয়েক বছরে অনেক শিক্ষিত ছেলেরা প্রবাসে পাড়ি জমিয়েছে আমি তাদের প্রতি আহবান জানাচ্ছি সুশিক্ষায় শিক্ষিত হয়ে এদের হাল ধরুন। আমাদের দেশ কে এগিয়ে নিতে হবে। আগামী নির্বাচনে ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপি কে আবার ক্ষমতায় নিয়ে আসার আহবান জানান তিনি।
তিনি বৃহস্পতিবার (২৯ আগস্ট) জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ সাদেক আহমদ এর সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে এইসব কথা বলছেন।
জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজাহান এর সভাপতিত্বে ও আব্দুল্লাহ ইলিয়াস এর পরিচালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিয়াছত আজিম,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সংবর্ধিত অতিথি শেখ সাদেক আহমেদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবিএম জাকারিয়া, উপজেলা যুবদলের আহবায়ক বাহারুল আলম বাহার, চিকনাগুল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তেরা মিয়া, সাধারণ সম্পাদক মছদ্দর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আলতাফ হোসেন বিলাল, সিনি:যুগ্ম আহবায়ক ময়নুল মেম্বার,ময়নুউদ্দিন,মুতলিব, বিএনপি নেতা আলী হায়দার সায়মন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম,শ্রমিলদল নেতা আব্দুর রব,মিজান,যুবদল নেতা আহমদ আলী,ময়নুল ইসলাম , কামাল, জব্বার, মজনু, ছাত্রদলের আহবায়ক , যুগ্ম আহবায়ক,ইমরান মন্নান,নোমান,স্বেচ্ছাসেবক দল নেতা কবির, কামরুল,নাজমুল,জুয়েল বদরুল,শাকিল, জাহাঙ্গীর, ছাত্রনেতা শাব্বির, রিমন,ইমরান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D