কুলাউড়া আ’ লীগের সম্মেলনে বক্তারা
বিএনপি দুর্নীতিবাজ, হামলাবাজ চাঁদাবাজ ও ডাকাতের দল

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯

<span style='color:#077D05;font-size:19px;'>কুলাউড়া আ’ লীগের সম্মেলনে বক্তারা</span> <br/> বিএনপি দুর্নীতিবাজ, হামলাবাজ চাঁদাবাজ ও ডাকাতের দল

সভাপতি রেনু, সম্পাদক কামরুল

মৌলভীবাজার প্রতিনিধি
বিএনপি দুর্নীতিবাজ, হামলাবাজ, চাঁদাবাজ ও ডাকাতের দল। তার প্রমাণ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া এখন দুর্নীতির মামলায় কারাগারে রয়েছেন। দলের ভাইস চেয়ারম্যান তারেক জিয়া দূর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে আছে। বিএনপির যে বর্তমানে একটা জনবিচ্ছিন্ন দল তা তাদের বিভিন্ন কর্মসূচিতে প্রকাশ পাচ্ছে। খালেদা জিয়া আন্দোলনের ডাক দিয়ে বলেছিলেন সবাই রাস্তায় নেমে আসুন। কিন্তু কোনো মানুষ রাস্তায় নামেনি। গত রবিবার স্থানীয় ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
আওয়ামী লীগের বিপদের দিনের কর্মীরাই নতুন কমিটিতে স্থান পাবে। আওয়ামী লীগ একটি জনবান্ধব রাজনৈতিক দল। এই দল সাধারণ মানুষের জন্য কাজ করে বলেই বাংলাদেশের মানুষ বার বার আওয়ামী লীগের নৌকায় ভোট দিয়ে সরকারে বসিয়েছে। সরকারের ব্যাপক উন্নয়নের কারণে মানুষ এখন আওয়ামী লীগের উপর আস্থাশীল।
কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর পরিচালনায় উদ্বোধনী বক্তব্য দেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি।
প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, মৌলভীবাজার- ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের এমপি, সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুস শহীদ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার- ২ আসনে নৌকার প্রার্থী সাবেক এমপি এম এম শাহীন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রফিকুল ইসলাম রেনু সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। রেনু সাবেক কমিটির সাধারন সম্পাদক ও কামরুল সাবেক যুব বিষয়ক সম্পাদক ছিলেন। রোববার সকালে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে বিকেলে পালকি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ২য় অধিবেশনে সভাপতি ও সম্পাদক পদের অপর প্রার্থীরা প্রার্থীতা প্রত্যাহার করায় রফিকুল ইসলাম রেনু সভাপতি ও কামরুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত হন।
সম্মেলনের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এর উপস্থিতিতে রাত ৮টায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি সভাপতি পদে রফিকুল ইসলাম রেনু ও সাধারন-সম্পাদক পদে আসম কামরুল ইসলাম, সহ-সভাপতি পদে উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান এবং সদস্য পদে সাবেক সভাপতি মো. আব্দুল মতিন ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির তোফায়েলকে সদস্য পদে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন।