সিলেট ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫
বিএনপি প্র তি হিং সা র রাজীনিতি করে না: ইলিয়াসপত্নী লুনা
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেট-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির চেয়ারপর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, `বিএনপি শাস্তি বা প্রতিহিংসার রাজনীতি করেনা, বিএনপি উন্নয়নের রাজনীতি করে। বিগত ১৭টি বছর আমাদের বিএনপির নেতাকর্মীরা ঘরে বসে হামলা-মামলা আর নির্যাতনের শিকার হয়েছেন। গত বছর ৫ আগস্টের পর আমরা কিন্তু অন্যায়ভাবে কাউকে হয়রানি করিনাই। অন্যায় না করলে কেউ শাস্তি পাবে না। তবে অন্যায় করলে শাস্তি পেতে হবে। কারন শাস্তি যদি না থাকে তাহলে সমাজে অন্যায় বেড়ে যাবে।’
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের আয়োজনে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
লুনা আরও বলেন, ‘বিগত দিনে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় এম ইলিয়াস আলী রাস্তা-ঘাটের যে উন্নয়ন করে ছিলেন সংস্কারের অভাবে সেগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আমি চীফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে বিশ্বনাথে ৬টি ও ওসমানীনগরে ৪টি রাস্তার সংস্কার কাজ শুরু করতে পেরেছি। এভাবে বিএনপি ক্ষমতায় গেলেও দেশের উন্নয়নের জন্য কাজ করবে। তাই উন্নয়নের জন্য আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে ‘
সবশেষে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর জন্য তিনি দোয়া কামনা করেন।
তবে এই মতবিনিময় সভায় উপস্থিত হননি লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির গ্রুপের নেতা।
দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খানের সভাপতিত্বে ও অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটনের পরিচালনায় সভায় বক্তব্য দেন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম, ইউপি সদস্য গোলাম হোসেন, শানুর আহমদ, আব্দুর রুপ, তাজুল ইসলাম, মো. তানভীর হোসেন, নাজিম উদ্দিন রাহিন, নজরুল ইসলাম আজাদ, শফিক আহমদ, নুর মিয়া, শামিম আহমদ, আফিজ আলী ও সোনাবান বিবি।
সভায় উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি