বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক খালেদা রাব্বানীর স্বামী গোলাম রাব্বানী আজ সকাল ১০টায় রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে ইন্তেকাল করেছেন (্ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। গোলাম রাব্বানীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক খালেদা রাব্বানীর স্বামী গোলাম রাব্বানী’র মৃত্যুতে আমি তাঁর শোকাহত পরিবারবর্গের ন্যায় গভীরভাবে ব্যথিত হয়েছি। গোলাম রাব্বানী তাঁর নিজ এলাকায় একজন দানশীল ও বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে সুপরিচিত ছিলেন। উদার মনের মানুষ হিসেবে তিনি তাঁর সহধর্মীনিকে সবসময় জনকল্যাণ ও রাজনীতিতে উৎসাহ যোগাতেন। তাঁর মৃত্যুতে এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে । মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম গোলাম রাব্বানীকে জান্নাত নসীব করেন। আমি মরহুম গোলাম রাব্বানীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

ফেসবুকে সিলেটের দিনকাল