১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৯
স্টাফ রিপোর্টারঃঃ বিকাশ, রকেট, নগদসহ সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টে ব্যালেন্স বিগতদিন বিনা পয়সায় জানা গেলেও এখন থেকে এজন্য ৪০ পয়সা খরচ করতে হবে সংশ্লিষ্ট অপারেটারদের। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি) গত বৃহস্পতিবার (১২জুন) এই সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে, যা ওয়েবসাইট আপ করা হয়েছে। বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে, মোবাইল ফিন্যাসিয়াল সার্ভিসে প্রতিবার লেনদেন, ব্যালেন্স চেক বা স্টেটমেন্ট নেয়াসহ নানা ধরনের কাজকে একেকটি সেশন ধরা হয়। আর প্রতিটি সেশনের সময় হবে ৯০সেকেন্ড। প্রতি ৯০ সেকেন্ডের একেকটি সেশনের জন্যে মোবাইল ফোন অপারেটরেকে ৮৫ পয়সা করে দিতে হবে। একেকটি সেশনের মধ্যে দুটি এসএমএসও থাকবে। তবে গ্রাহক যদি ব্যালেন্স চেক করতে চায় তবে তার জন্য দিতে হবে তাকে সেশনের চার্জ ৪০ পয়সা।
নির্দেশনায় আরো বলা হয়েছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার জন্য এমএফএস অপারেটাররা মোবাইল অপারেটাদের নেটওয়ার্ক ব্যবহার করে। এই নেটওয়ার্ক ব্যবহারের জন্যেই তাদেরকে পয়সা দিতে হবে এমএফএস অপারেটারদের।
শেষ পর্যন্ত এই খরচ এমএফএসরা হয়তো গ্রাহকদের ওপরের চাপাবে। এর আগে কখনো ব্যালেন্স চেক করতে এমএফএস অপারেটারদের কোনো খরচ করতে হতো না।ফলে ব্যালেন্স চেক করা ফ্রি ছিলো। এছাড়া কোনো গ্রাহক যদি অ্যাপের মাধ্যমে এমএফএস সেবা গ্রহণ করেন তাহলে তারা এই সব খরচের বাইরে থাকবে।
রবির গ্রাহকদের এই টাক খরচ হবে না জানানো হয়েছে প্রতিষ্টানটির পক্ষ থেকে। তবে অন্যান্য অপারেটারদের ক্ষেত্রে এই ৪০ পয়সা গ্রাহকদের দিতে হবে কিনা , সে বিষয়ে অধিকাংশ অপারেটারদের বক্তব্য জানা যায়নি।
সিদি/১৮জুন ১৯/জুনেদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D