বিগ ব্যাশে জায়গা হলো না সাকিবের

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

বিগ ব্যাশে জায়গা হলো না সাকিবের

খেলাধুলা : অনিচ্ছাকৃত ভুল যেনো সাকিবের পিছু ছাড়ছে না। জুয়াড়ির প্রস্তাব ফেরত দিয়েও নির্বাসন কাটাতে হয়েছে এক বছর। নিষেধাজ্ঞার মেয়াদ কাটিয়ে এলেও বিগ ব্যাশ লিগের এবারের আসরে দল পাওয়া হলো না বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের। বিগ ব্যাশের একটি দল সাকিবকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে চাইলেও সাকিবের সদ্য সমাপ্ত নিষেধাজ্ঞার কারণে নিষেধাজ্ঞা পরবর্তী সময়েও তাতে আপত্তি জানায় ক্রিকেট অস্ট্রেলিয়ার ইনটেগ্রিটি বিভাগ।জুয়াড়ির ম্যাচ গড়াপেটার প্রস্তাব গোপন করায় সাকিবকে এক বছর নির্বাসন কাটাতে হয়েছে। নির্বাসনের মেয়াদ শেষ হয়েছে গত ২৯ অক্টোবর। এরপর আর ক্রিকেটী কর্মকাণ্ডে অংশ নিতে বাধা নেই তার।এরই ধারাবাহিকতায় সাকিবকে দলে নিতে চেয়েছিল বিগ ব্যাশের একটি দল। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার ইনটেগ্রিটি বিভাগ এতে আপত্তি জানায়। বিগ ব্যাশে বিদেশি ক্রিকেটারদের দলে নিতে হলে ইনটেগ্রিটি বিভাগের অনুমতি নিতে হয়। আপত্তির মুখে সাকিবকে আর স্কোয়াডে ভেড়াদে পারেনি দলটি।বিগ ব্যাশে বিশ্ব ক্রিকেটের বড় তারকারা খেলার সুযোগ পান। ইতোপূর্বে মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশে খেরা হয়েছে সাকিবের। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় সাকিব এখন বিভিন্ন লিগে ডাক পাবেন- এটাই ছিল অনুমেয়। কিন্তু দুটি আসরে খেলার প্রস্তাব পাওয়ার সুযোগ হলেও সাকিবের আর যোগ দেওয়া হয়নি।এর আগে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানস করোনা আক্রান্ত বাংলাদেশি অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের বদলি হিসেবে দলে নিতে চেয়েছিল সাকিবকে। কিন্তু পঞ্চম পিএসএলের ড্রাফট চলাকালে সাকিব নিষেধাজ্ঞা ভোগ করায় তাকে দলে নিতে পারেনি মুলতান। শেষ অবধি করাচি কিংস ও তামিম ইকবালের লাহোর কালান্দার্সের কাছে হেরে ফাইনালের আগেই বিদায় নিয়েছে লিগ পর্বের শীর্ষ দলটি।(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/এআইএ)

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল