বিচ্ছেদের পর কেঁদেছিলেন ব্র্যাড পিট

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯

বিচ্ছেদের পর কেঁদেছিলেন ব্র্যাড পিট

বিনোদন ডেস্কঃঃ  খুব শক্ত ব্যক্তিত্বের অধিকারী হলিউড তারকা ব্র্যাড পিট। শত ব্যথা-বেদনা তাকে টলাতে পারেনি। তবে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর কেঁদেছিলেন তিনি।

জোলির সঙ্গে বিচ্ছেদের কথা উল্লেখ করে পিট বলেন, জোলির সঙ্গে আইনি জটিলতায় সন্তানদের থেকে প্রায় বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছিলেন তিনি। কিন্তু এ নিয়ে একটি রফা হয়েছে তাদের। বিচ্ছেদের পরের গ্রীষ্মে সন্তানদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন তিনি।

লিজেন্ডস অব দ্য ফল ছবির সহশিল্পী অ্যান্থনি হপকিন্সের সঙ্গে এসব প্রসঙ্গ নিয়ে ওই সাক্ষাৎকারে ব্র্যাড পিট বলেন, জীবনে ভুলগুলোকে গুরুত্ব দেয়া উচিত। কারণ বড় একটি ভুল মানুষকে পরিশুদ্ধ হতে সাহায্য করে।’