জৈন্তাপুর প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র ১১-১৩ অক্টোবর ২০২৪ তারিখ এ বিভিন্ন বিওপিসমূহে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ- ১৩ অক্টোবর ২০২৪ তারিখ ভোর ৪ :৩০ ঘটিকায় জৈন্তাপুর বিওপির একটি বিশেষ টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী বাউর বাগ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এবং মালিকবিহীন অবস্থায় ১২ টি ভারতীয় মহিষ আটক করে। মহিষগুলোর বাজার মূল্য প্রায় ২০,৪০,০০০/- টাকা। একই দিন রাত ২:০০ ঘটিকায় লোভাছড়া বিওপির একটি টহল দল সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী হাপারমুখ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৭৫০ কেজি ভারতীয় চিনি আটক করে। আনুমানিক বাজার মূল্য ১,১২,৫০০ মূল্য /- টাকা। এবং গত ১১ই অক্টোবর ২০২৪ তারিখ জৈন্তাপুর এবং লালাখাল বিওপির পৃথক পৃথক টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী ত্রিপ্রাখোলা ও গরুরহাট নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে আরও মালিকবিহীন অবস্থায় ১৭ টি ভারতীয় গরু আটক করে। আটককৃত ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ৮,৯০,০০০/- টাকা। ঐ দিনে দুপুর ১: ০০ টায় সুরাইঘাট বিওপির অপর একটি টহল দল সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী মালীগ্রাম নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। মালিকবিহীন অবস্থায় ৫,৩১,৪৪০ পিস ভারতীয় যৌ*ন উত্তেজক ট্যাবলেট এর সাথে বিভিন্ন প্রকার ট্যাবলেট আটক করে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬,৪২,৬০০/-। এছাড়াও গত ১১ ও ১২ অক্টোবর ২০২৪ তারিখ জৈন্তাপুর এবং বিয়াবাইল বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল সিলেট জেলার জৈন্তাপুর এবং জকিগঞ্জ উপজেলার সীমান্তের শূন্য লাইন এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৯০০ কেজি ভারতীয় চিনি এবং ০১ টি ট্রলি গাড়ী আটক করে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪,৩৫,০০০/- টাকা সমপরিমাণ। বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক বাজার মূল্য ৫১,২০,১০০/- টাকা সমপরিমাণ। আটককৃত মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার মোঃ আসাদুন্নবী পিএসসি বলেন, “বিজিবি কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে।এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে”। এবং সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।