বিজয় দিবসে বন্যা

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯

বিজয় দিবসে বন্যা

বিনোদন ডেস্কঃঃ   এবারের বিজয় দিবসের বিশেষ একটি টেলিছবিতে অভিনয় করেছেন বন্যা মির্জা। আগামীকাল দুরন্ত টিভিতে তাকে দেখা যাবে ‘মেঘনার-৭১’ শিরোনামের এ টেলিছবিতে। এটি রচনা ও নির্মাণ করেছেন শামীম আখতার। এদিকে ‘জলবাসর’ শিরোনামে নতুন একটি মঞ্চনাটক নিয়ে আসছেন বন্যা। এটি রচনা ও নির্দেশনায় রয়েছেন মাসুম রেজা। দেশ নাটকের ব্যানারে এটি মঞ্চস্থ হবে। একই নাট্যদলের ‘নিত্যপুরাণ’ নামের একটি নাটকেও নিয়মিত অভিনয় করেন এ অভিনেত্রী।

কাজল/১৫/১২/২০১৯