বিজয় দিবস ক্রিকেটে ‘রফিক ঝড়’

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

বিজয় দিবস ক্রিকেটে ‘রফিক ঝড়’

ক্রীড়া ডেস্কঃঃ  বরাবরের মতো বিজয় দিবসে প্রীতি ম্যাচের মধ্য দিয়ে শহীদ জুয়েল ও শহীদ মোস্তাককে স্মরণ করলেন ক্রিকেটাররা। গ তকাল প্রীতি ক্রিকেট ম্যাচে ব্যাটে ঝড় তোলেন মোহাম্মদ রফিক। সাবেক এই স্পিনার বল হাতে সুবিধা করতে না পারলেও  তার ব্যাটে চড়ে ৭ উইকেটের জয় পায় শহীদ মুশতাক একাদশ। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে  অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান করে শহীদ জুয়েল একাদশ। সর্বোচ্চ ৫২ রান করেন এহসানুল হক সিজান।  সজল চৌধুরী ৪৬, শাহরিয়ার হোসেন ৩২, মিনহাজুল আবেদিন নান্নু ১৬, নাঈমুর রহমান দুর্জয় ৫ ও খালেদ মাহমুদ সুজন ৩ রান করেন। একাদশে থাকলেও ব্যাট হাতে নামেননি সাবেক তারকা হাবিবুল বাশার সুমন। শহীদ মুশতাক একাদশের পক্ষে ২ উইকেট নেন শফিউদ্দিন আহমেদ। রান তাড়া করতে নেমে মোহাম্মদ রফিক ও মেহরাব হোসেন অপির ১১৮ রানের তৃতীয় উইকেট জুটিতে সহজ জয় পায় শহীদ মুশতাক একাদশ।

জয়ের জন্য ৭ রান বাকি থাকতে সাজঘরে ফেরেন রফিক। তার আগে খেলেন ৩৯ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস। ব্যাট হাতে হাঁকান ৮টি চার ও ৫টি বিশাল ছক্কা। মেহরাব অপি অপরাজিত থাকেন ৪৭ বলে ৪৮ রান করে। এছাড়া হারুনুর রশিদ ১২, জাভেদ ওমর ৬ ও জাহাঙ্গীর শাহ অপরাজিত থাকেন ২ রানে। ম্যাচসেরার পুরস্কার পান মোহাম্মদ রফিক।
শহীদ জুয়েল একাদশ: নাঈমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার, আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, শাহরিয়ার বিদ্যুৎ, এনামুল হক মনি, সজল চৌধুরী, খালেদ মাহমুদ সুজন, নাসির আহমেদ নাসু, এহসানুল হক সিজান, নিয়ামুর রশিদ রাহুল, মোহাম্মদ সেলিম (উইকেটকিপার), হাসিবুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান রানা।
শহীদ মুশতাক একাদশ: মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ লিটন, আনোয়ার হোসেন (উইকেটরক্ষক), ফারুক আহমেদ, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আলী, খালেদ মাসুদ পাইলট , তারেক আজিজ খান, মুশফিকুর রহমান বাবু, মোর্শেদ আলি খান সুমন, মোহাম্মদ রফিক, আনেয়ার হোসেন মনির, শফিউদ্দিন আহমেদ বাবু।

কাজল/১৭/১২/২০১৯

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল