বিদায়ী ডিসিকে প্রতিবন্ধীর উপহার

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৯

বিদায়ী ডিসিকে প্রতিবন্ধীর উপহার

তাহির মিয়া। বাহুবল উপজেলার বাসিন্দা হলেও হবিগঞ্জ জুড়ে রয়েছে তার পরিচিতি। জন্ম থেকেই নেই দুটি পা। হাত দুটিও অস্বাভাবিক। প্রতিবন্ধী হলেও তিনি বসে নেই। সৎ সাহস আর মনের জোর দিয়েই জয় করেছেন নানা প্রতিবন্ধকতা।

উপজেলা কিংবা জেলায় প্রতিবন্ধীদের নিয়ে কোনো সভা-সেমিনারের খবর পেলেই হাজির হন তাহির মিয়া। সমাজ সচেতন এ মানুষটির ফেসবুকেও রয়েছে সরব উপস্থিতি। তিনি জেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি ও বাহুবল উপজেলা প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন কমিটির সদস্য।

সম্প্রতি হবিগঞ্জের ডিসি ও জেলা প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন কমিটির সভাপতি মাহমুদুল কবির মুরাদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বদলি করা হয়েছে। এরইমধ্যে ডিসি মুরাদকে ভালোবাসার স্বীকৃতি স্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন থেকে দেয়া হচ্ছে বিদায় সংবর্ধনা।

এ সুযোগও হাতছাড়া করেননি তাহির মিয়া। সোমবার ডিসি কার্যালয়ের সামনে একটি ক্রেস্ট নিয়ে হাজির হন তিনি। খবর পেয়ে বিদায়ী ডিসি মুরাদ দ্বিতীয় তলা থেকে নেমে তার ক্রেস্টটি গ্রহণ করেন।

প্রতিবন্ধী তাহির জানান, জেলাবাসীর আপনজন ছিলেন ডিসি মুরাদ। তিনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জোরালো ভূমিকা রেখেছেন। বিশেষ করে পুরাতন খোয়াই নদী উদ্ধারের উদ্যোগটি ছিল সর্বমহলে প্রশংসিত। যে কারণে বিশাল মহৎ কাজের ক্ষুদ্র স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট দিয়ে সম্মানিত করার চেষ্টা করেছেন তিনি।

ডিসি মাহমুদুল করির মুরাদ জানান, তাহির মিয়া প্রতিবন্ধী হলেও তার মনে রয়েছে সৎ সাহস। তিনি অত্যন্ত ভালো মানুষ। তার দেয়া এ ক্রেস্টের কথা চিরদিন স্মরণ রাখব।

হবিগঞ্জ প্রতিনিধি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল