বিদেশি মদ,সি এন জি সহ আটক ১

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪

বিদেশি মদ,সি এন জি সহ আটক ১

স্টাফ রিপোর্টার

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে বিদেশি বিয়ার সহ একজনকে আটক করেছে পুলিশ।আটক আসামি উপজেলার হরিপুর এলাকার নয়াগ্রাম দক্ষিণ খলিল আহমেদের ছেলে,জাকারিয়া (২১)।

জানা গেছে- শনিবার (১৯ অক্টোবর) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট তামাবিল মহাসড়কের বিরাইমারা এলাকায় অভিযান চালায় পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক আশরাফুল আলম, উপ পরিদর্শক বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে এ এস আই সিদ্দিক খলিফা সহ সঙ্গীয় পুলিশ ফোর্স একটি নাম্বার বিহীন সিএনজি চালিত অটোরিকশা আটক করে।অটোরিকশা তল্লাশী চালিয়ে কার্টনে ভর্তি ৯২ ক্যান TOBORG 500 ml বিয়ারসহ তাকে আটক করা হয়।

এ সময় তার সাথে থাকা অন্য আরেক আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ বিষয় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে পলাতক আসামি সহ দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল