বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের ৩ জনের প্রাণ গেল

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের ৩ জনের প্রাণ গেল

ডেক্স রিপোর্টঃঃ বরগুনার পাথরঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন। আজ সোমবার সকাল সাতটার দিকে পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামে সুপারি গাছ কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।মৃত ব্যক্তিরা হলেন, খাসতবক গ্রামের আবদুল মান্নান হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন (৬৫), তার চাচাতো ভাই মৃত আমজাদ হোসেনের স্ত্রী হামিদা বেগম (৫৫) ও হামিদা বেগমের ছেলে রাসেল হাওলাদার (১৮)কাকচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু আজ সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।কাকচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য বাদল পহলান প্রথম আলোকে বলেন, আজ সকাল সাতটার দিকে দেলোয়ার হোসেন বাগান পরিস্কার ও কয়েকটি সুপারি গাছ কাটতে যান। এ সময় বাগানে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকায় ওই তারে প্রথমে দেলোয়ার হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকারে হামিদা বেগম ও রাসেল হাওলাদার দৌড়ে ছুটে আসেন। এ সময় তারা দু’জনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বরগুনার পাথরঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন। আজ সোমবার সকাল সাতটার দিকে পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামে সুপারি গাছ কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন, খাসতবক গ্রামের আবদুল মান্নান হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন (৬৫), তার চাচাতো ভাই মৃত আমজাদ হোসেনের স্ত্রী হামিদা বেগম (৫৫) ও হামিদা বেগমের ছেলে রাসেল হাওলাদার (১৮)
কাকচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু আজ সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।কাকচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য বাদল পহলান প্রথম আলোকে বলেন, আজ সকাল সাতটার দিকে দেলোয়ার হোসেন বাগান পরিস্কার ও কয়েকটি সুপারি গাছ কাটতে যান। এ সময় বাগানে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকায় ওই তারে প্রথমে দেলোয়ার হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকারে হামিদা বেগম ও রাসেল হাওলাদার দৌড়ে ছুটে আসেন। এ সময় তারা দু’জনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।পল্লী বিদ্যুতের পাথরঘাটা অভিযোগ কেন্দ্রের জুনিয়র প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, বিদ্যুতের তার ছেঁড়া ছিল না। সুপারি ও কাঁঠাল গাছ কাটতে গিয়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার হোসেনসহ তিনজন মারা গেছেন।

এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে।