বিদ্রোহী প্রার্থীরা জীবনে আর কোনো দিন নৌকায় চড়তে পারবে না: নানক

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

বিদ্রোহী প্রার্থীরা জীবনে আর কোনো দিন নৌকায় চড়তে পারবে না: নানক

অনলাইন ডেস্ক
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা মার্কার প্রার্থীর মনোনয়ন দেবেন আর সমাজবাদীরা এখানে বিদ্রোহী প্রার্থী দাঁড় করাবেন- সেটি হবে না। সেই বিদ্রোহী প্রার্থী জীবনে আর কোনো দিন নৌকায় চড়তে পারবে না।

মাদারীপুরের রাজৈর পৌরসভার নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভায় রোববার বিকালে উপজেলা ঈদগাহ ময়দানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে তিনি আরও বলেন, আপনারা ১০ ডিসেম্বর স্বতঃস্ফূর্তভাবে প্রভাষক নাজমা রশীদকে নৌকা মার্কায় ভোট দেবেন। যদি কেউ বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর সদর পৌর মেয়র খালিদ হাসান ইয়াদ, রাজৈর পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী প্রভাষক নাজমা রশীদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল