বিপিএলে দুই ম্যাচে খেলবেন গেইল

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯

বিপিএলে দুই ম্যাচে খেলবেন গেইল

সিলেটের দিনকাল ডেস্ক::

বঙ্গবন্ধু বিপিএলের এবারের আসর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা করছে। সপ্তম এই আসরে অন্যবারের তুলনায় আছে তারকা সংকট। বড় তারকাদের মধ্যে অন্যতম ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল। কিন্তু গেইল দাবি করেন বিপিএল ড্রাফটে নাম থাকার ব্যাপারে তিনি কিছু জানেন না।

পরে অবশ্য গেইলের পক্ষ থেকে জানানো হয় বঙ্গবন্ধু বিপিএলের শেষ ধাপে খেলবেন তিনি। বিপিএলের সপ্তম এই আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলার কথা তার। শেষ ধাপে কিছু ম্যাচ খেলার জন্য গেইল বেশি অর্থ দাবি করেন বলেও জানা যায়। এখন জানা যাচ্ছে গেইল বিপিএলে আসবেন শেষ ধাপের মাত্র দুটি ম্যাচ খেলতে।

বিসিবি পরিচালক এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টেকটিক্যাল ডিরেক্টর জালার ইউনূস সোমবার দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে বলেন, ‘গেইল বিপিএলের শেষ ধাপে দুই ম্যাচ খেলার জন্য আসবেন। তিনি দুই ম্যাচের বেশি খেলতে পারবেন না।’

গেইল বিপিএলের আগের ছয় আসরেই খেলেছেন। প্রায় প্রত্যেকবারই ব্যাট হাতে বিপিএলে ঝড় তুলে দর্শকদের বিনোদন দিয়েছেন তিনি। বাংলাদেশের ঘরোয়া এই টি-২০ লিগে তিনি সবচেয়ে বেশি সেঞ্চুরি, দ্রুততম সেঞ্চুরি এবং দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন। গেইল এবারের বিপিএল ড্রাফটে ‘এ’ প্লাস  ক্যাটাগরিতে ছিলেন। তার মূল্য ধরা হয়েছিল ১ মিলিয়ন ডলার। বাংলাদেশের হিসেবে ৮৫ লাখ টাকা।

ফেসবুকে সিলেটের দিনকাল