বিপিএলে রংপুরের হয়ে খেলতে আজই আসছেন ওয়াটসন!

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯

বিপিএলে রংপুরের হয়ে খেলতে আজই আসছেন ওয়াটসন!

ক্রীড়া ডেস্ক :: বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থায় রংপুর রেঞ্জার্সের হয়ে বাজি ধরার লোক খুঁজে পাওয়া যাবে না খুব একটা। ঢাকা ও চট্টগ্রাম পর্বের ২০ ম্যাচের মধ্যে রংপুর ছিলো ৫টিতে। এর মধ্যে তারা জিতেছে মাত্র ১ ম্যাচ। পাত্তাই পায়নি বাকি ৪টি ম্যাচে।

তাই বলে যে রংপুরের সব সম্ভাবনা শেষ, তাদের প্লে-অফে খেলার কোনো সুযোগই বাকি নেই- এমনটা কিন্তু নয়। বাকি থাকা সাত ম্যাচের মধ্যে অন্তত ৬টিতে জিতলেই তারা পেতে পারে সেরা চারের টিকিট। আপাতদৃষ্টিতে এটি বেশ কঠিন মনে হলেও, হাল ছাড়ছে না রংপুর রেঞ্জার্স।

আর সে কারণেই ঢাকার দ্বিতীয় পর্বে নামার আগে নিজেদের শক্তি আরও বাড়াতে তারা উড়িয়ে আনছে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনকে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন ওয়াটসন। রংপুরের দলীয় সূত্রে জানা গেছে এ তথ্য।

শুক্রবার সন্ধ্যায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রংপুর। সে ম্যাচের একাদশে দেখা যেতে পারে ওয়াটসনকে। এর আগে অবশ্য দলের সঙ্গে সে অর্থে অনুশীলনও করা হবে না তার। কেননা আজ বেলা ১১টায় দলীয় অনুশীলন শেষ করে টিম হোটেলে ফিরে গেছে রংপুর।

ওয়াটসন ইস্যুতে গত মঙ্গলবার রংপুরের টেকনিক্যাল এডভাইজর হাবিবুল বাশার জাগোনিউজকে বলেছিলেন, ‘আমরা আপ্রাণ চেষ্টা করছি ওয়াটসনকে দলে পেতে। আগামী ২৭ ডিসেম্বর খুলনা টাইগার্সের সাথে ঢাকায় পরের পর্বের প্রথম দিন রাতের খেলায় ওয়াটসনকে খেলানোর চেষ্টাও চলছে। আশা করছি ২৬ ডিসেম্বরের মধ্যে ওয়াটসন চলে আসবেন এবং পরের ৭ ম্যাচই খেলবেন।’

বলার অপেক্ষা রাখে না, ডাবল সেঞ্চুরি না হলেও এই শেরে বাংলায় ৮ বছর আগে (২০১১ সালের ১১ এপ্রিল) এক ম্যাচে ১৫ ছক্কা আর সমান বাউন্ডারিতে মাত্র ৯৬ বলে ১৯২.৭০ স্ট্রাইকরেটে ১৮৫ রানের অবিস্মরণীয় এক ইনিংস খেলে রেকর্ড গড়েছিলেন ওয়াটসন। সেই মাঠে এবার প্রথম বিপিএল খেলতে নেমে একা রংপুরকে টেনে তুলতে পারবেন কি?

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল