বিমানবন্দরে গ্রেফতার হলেন সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপা

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪

বিমানবন্দরে গ্রেফতার হলেন সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপা

দিনকাল ডেক্স:

সম্প্রতি বেসরকারি চ্যানেল একাত্তর টিভি থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। আটককালে এই দম্পতির সঙ্গে তাদের কন্যা ছিল বলেও জানা গেছে।

বুধবার (২১ আগস্ট) সকালে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে। পরে তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, তারা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল