বিশ্বকাপেও কোহলি-রোহিতকে ওপেনার হিসেবে চান গাভাস্কার

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১

বিশ্বকাপেও কোহলি-রোহিতকে ওপেনার হিসেবে চান গাভাস্কার

খেলাধুলা ডেস্ক:
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইনিংস উদ্বোধন করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও নিয়মিত ওপেনার রোহিত শর্মা। তাদের এমন পরিকল্পনা দারুনভাবে কাজে দিয়েছে। ৯ ওভারে দুজন দলকে উপহার দেন ৯৪ রান।এই রানের উপর ভর করে ইংল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহ পায় ভারত। ২০ ওভারে ২ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ২২৪ রান। বড় স্কোরের ভিতটা কোহলি-রোহিতই গড়ে দেন। তাতে ৩৬ রানের জয়ে সিরিজও জিতে নেয় ভারত। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। শেষ ম্যাচে ৩৪ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬৪ রান করেন রোহিত। ৭টি চার ও ২টি ছক্কায় ৫২ বলে অপরাজিত ৮০ রান করেন কোহলি। তাই ভারতের মাটিতে আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনার হিসেবে কোহলি-রোহিতকে দেখতে চান দেশটির কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।ভারতের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘সীমিত ওভারের ক্রিকেটে সেরা ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি খেলা উচিত। রোহিতের সাথে কোহলির ইনিংস শুরু করার সিদ্বান্তটা পুরোপুরি সঠিক। আমার মনে হয়, এমন একটা ওপেনিং জুটি আমরা পেয়েছি যেটা ভবিষ্যতে কাজে লাগতে পারে। আগামী বিশ্বকাপে এ দুই জন ওপেনার হিসেবে নামলে ভারতের জন্যই ভালো। হবে।’ গাভাস্কার মনে করেন, ভারতের আরও উন্নতি প্রয়োজন আছে। নতুনদেরও প্রশংসা করেছেন তিনি, ‘টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ভারতের বোলিং বিভাগ এখনও শক্তিশালী নয়। আরও উন্নতির প্রয়োজন রয়েছে। বিশ্বকাপের আগে বোলিং বিভাগ নিয়ে আর কাজ করা প্রয়োজন। নতুনদের পারফরমেন্স দারুন ছিলো। বিশেষভাবে ইশান কিশান, সূর্যকুমার যাদব দারুন ব্যাট করেছে। ভারতের ভবিষ্যত তারা। বিশ্বকাপে ভারতের গুরুত্বপূর্ণ সদস্য হবে কিশান-সূর্য।’

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল