বিশ্বকাপের আগে বোলিংয়ে উন্নতি দরকার

প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, মে ২১, ২০১৯

বিশ্বকাপের আগে বোলিংয়ে উন্নতি দরকার

স্পোর্টস ডেস্কঃঃ ট্রাইনেশনে দাপুটে জয়ে পরও উন্নতির জায়গা দেখছেন টাইগারদের মিনহাজুল আবেদিন নান্নু। বিশ্বকাপের আগে বোলিং ডিপার্টমেন্টে আরও মনোযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচক। আয়ারল্যান্ডে দলের সঙ্গে ছিলেন, কাছ থেকে দেখেছেন ক্রিকেটারদের পারফরমেন্স।

বাংলাদেশের অনেক অর্জনের সাক্ষী নান্নু। কখনও ক্রিকেটার হিসেবে আবার কখনও ম্যানেজমেন্টের হয়ে প্রত্যক্ষ করেছেন অবিস্মরণীয় সব মুহুর্ত। আয়ারল্যান্ডে প্রথম ট্রাইনেশন সিরিজেও টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন বিসিবির প্রধান নির্বাচক। মাঠে বসেই দেখেছেন উত্তরসূরীদের শিরোপা জয়।

বিশ্বকাপের দল ঘোষণার পর কিছুট অস্বস্তি ছিলো। অধারাবাহিক সৌম্য-লিটনদের নিয়ে দুশ্চিন্তা ছিলো। কিন্তু সেসব দূর হয়েছে ট্রাইনেশনে। ফিনিশিংয়ে সৈকতে এসেছে আস্থা। একাদশে জায়গা পেতে যে প্রতিযোগিতা শুরু হয়েছে, তা উপভোগ করছেন প্রধান নির্বাচক।

পুরো সিরিজে ধারাবাহিকতা দেখিয়েছে বোলিং ডিপার্টমেন্ট। তবে ফাইনালে কিছুটা খেই হারিয়েছে বোলাররা। পুরোনো বলে এখন নিয়মিত বল করছেন মাশরাফী, পাচ্ছেন উইকেটও, এটা যেমন স্বস্তি দিচ্ছে ম্যানেজমেন্টকে, তেমনি মুস্তাফিজকে নিয়ে আছে দুশ্চিন্তা। প্রধান নির্বাচকের মতে বিশ্বকাপের আগে উন্নতি দরকার এই জায়গাতেই।

বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা বেশি, নান্নুর বিশ্বাস প্রত্যাশা পূরণ করতে পারবে টাইগাররা। তবে তার জন্য শুরুটা গুরুত্বপূর্ণ।

সিদি/২১মে ১৯/ জুনেদ

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল