২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯
আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনাল ম্যাচে থাইল্যান্ডকে ৭০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। অবশ্য সেমিফাইনাল ম্যাচে জয়ের পরই ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করেছিল বাংলাদেশ ও থাইল্যান্ড।
শনিবার স্কটল্যান্ডের ডান্ডিতে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রানে অপরাজিত থাকেন ওপেনার সানজিদা ইসলাম। ৬০ বলের ইনিংসে ছয়টি বাউন্ডিারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকান তিনি।
দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে আরেক ওপেনার মুর্শিদা খাতুনের ব্যাট থেকে। ৩৪ বল মোকাবেলায় চারটি বাউন্ডিারি হাঁকান তিনি। এ দুজন ছাড়া আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। থাইল্যান্ডের নাটায়া বুচাথাম ৩১ রানে নেন দুইটি উইকেট।
পরে থাইল্যান্ড ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ৬০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করে অপরাজিত থাকেন পাদুংগ্লার্ড। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার ২টি, সায়মা খাতুন ১টি, খাদিজা তুল কুবরা ১টি ও শায়লা শারমীন ২টি করে উইকেট নেন।
স্পোর্টস ডেস্ক
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D