২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক:
এই প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ভারতেক হারিয়ে শিরোপা জয় করে। এতে দেশ এবং দেশের বাহিরের বাঙালিদের মনে আনন্দ আরো বেড়ে গেছে। বুধবার দেশের মাটিতে পা রাখে বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এই বিশ্ব চ্যাম্পিয়নদের মধ্যে ছিলেন সিলেটের তানজিম হাসান সাকিব। বৃহস্পতিবার দুপুর দেড়টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসে পৌঁছেন সাকিব।বিশ্ব জয় করে এই প্রথম পুণ্যভূমি সিলেটের মাটিতে রাখেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- তাকে বরণ করতে সেখানে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সাকিবের বাবা গৌছ আলী ও মা সেলিনা পারভিনসহ পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয়-স্বজন এবং ভক্তবৃন্দ। পরে সাকিবকে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত সবাই।
বিমানবন্দর থেকে সাবিক চলে যান সিলেট নগরীর পীরমহলাস্থা তার চাচার বাসায়। সেখানে সাকিবের আগমন উপলক্ষে কেক কাটা হয় এবং এবং তাকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা। এদিকে, বিমানবন্দরে সে এসে পৌঁছার পর সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশের। এসময় অনুভূতিক্ত করতে সাকিব সাংবাদিকদের বলেন, সত্যি একটি অসাধারণ অনুভূতি। আমরা ভারতকে না হারালে বুঝতে পারতাম না যে- দেশের মানুষ ক্রিকেটারদের এতো ভালোবাসেন।
সাকিব তার আগামীর স্বপ্নের কথা বলতে গিয়ে তিনি বলেন, প্রত্যেকটি ক্রিকেটারই চায় নিজের অসাধারণ নৈপুণ্য দিয়ে দেশের পতাকাকে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে। আমারও স্বপ্ন সেরকম। আমি এবং আমার সহযোদ্ধারা নিজেদেরকে পরিণত করে দেশের ক্রিকেটকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D