বিশ্বনাথে আন্তঃজেলা চো’র চক্রের দুই সদস্য আটক

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৪

বিশ্বনাথে আন্তঃজেলা চো’র চক্রের দুই সদস্য আটক

সিলেট বিশ্বনাথ প্রতিনিধি

ভৈরব থেকে ট্রাক চু’রি নিয়ে এসে বিশ্বনাথের কালিগঞ্জ বাজার এলাকার একটি ইটভাটায় রেখে ট্রাকের যন্ত্রাংশ খুলে এনং বিভিন্ন অংশ কে’টে বিক্রির জন্য জমা করছিলেন আন্তঃজেলা চো’র চক্রের এই দুই সদস্য। স’ন্দেহ হওয়ায় স্থানীয়রা তাদেরকে ধরে পু’লিশে দেন। ঘটনাটি সোমবারের।

আ’ট’ক দু’জন হলেন ব্রাম্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহেরুন গ্রামের মৃত মনু মিয়ার ছেলে শাওন ও সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ২৫নং ওয়ার্ডের মোমিনখলা গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে সাকিল আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল