বিশ্বনাথে  চেয়ারম্যান আটক

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪

বিশ্বনাথে  চেয়ারম্যান আটক

দিনকাল ডেস্ক:

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা ফখরুল আহমদ মতছিনকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্বনাথ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফখরুল আহমদ মতছিন মৃত আছকির আলীর ছেলে এবং ৭ নং দেওকলস ইউনিয়নের চেয়ারম্যান ও বিশ্বনাথ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো.মশিহুর রহমান সোহেল।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল সিলেটের বিশ্বনাথ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মতছিন চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। ২১ আগস্ট আদালতে দায়েরকৃত মামলার (বিশ্বনাথ থানার এফআইআর নং-১২/৭৮) আসামি তিনি। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল