২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ। আর আক্রান্ত হয়েছেন আট কোটি ৪৫ লাখের বেশি। এছাড়া সুস্থ হয়েছেন চার কোটি ৭৫ লাখের বেশি মানুষ।
রোববার (৩ জানুয়ারি) জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
জনস হপকিনস ইউনিভার্সিটির রিসোর্স সেন্টারের সকাল নয়টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আট কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ১১৭ জন এবং মারা গেছেন ১৮ লাখ ৩৪ হাজার ৯৬৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন চার কোটি ৭৫ লাখ ৫৭ হাজার ৫১৪ জন।
করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি তিন লাখ ৯৬ হাজার ২৪৩ জন এবং মারা গেছেন তিন লাখ ৪৯ হাজার ৯৩৩ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ১৬ হাজার ৪০৫ জন, মারা গেছেন এক লাখ ৯৫ হাজার ৭২৫ জন এবং সুস্থ হয়েছেন ৬৮ লাখ ৯০ হাজার ১৬৬ জন।
সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি তিন লাখ পাঁচ হাজার ৭৮৮ জন, মারা গেছেন এক লাখ ৪৯ হাজার ২১৮ জন এবং সুস্থ হয়েছেন ৯৯ লাখ ছয় হাজার ৩৮৭ জন।
মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ২৬ হাজার ৮৫১ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৪৩ হাজার ৫৪৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১০ লাখ ৯০ হাজার ৯০৫ জন।
ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৮৬ জন, মারা গেছেন চার হাজার ৭৮৪ জন এবং সুস্থ হয়েছেন ৯০ হাজার ৯৯ জন।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D