বিশ্ব মা দিবসে জুড়ীতে আমেরিকা প্রবাসীর উদ্যোগে ধর্মবর্ণ নির্বিশেষে ২শ’ পরিবারকে খাদ্যসহায়তা

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, মে ১০, ২০২০

বিশ্ব মা দিবসে জুড়ীতে আমেরিকা প্রবাসীর উদ্যোগে ধর্মবর্ণ নির্বিশেষে ২শ’ পরিবারকে খাদ্যসহায়তা

স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজারের জুড়ীতে আমেরিকা প্রবাসীর উদ্যোগে করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া মণিপুরী, হিন্দু ও মুসলিম প্রায় ২শ’ পরিবারের মধ্যে সহায়তা প্রদান করা হয়েছে।

জানা যায়, রবিবার (১০ মে) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নিজ জন্মস্থান ছোট ধামাই ও পার্শ্ববর্তী গ্রাম পুথাদহর, গোয়ালবাড়ি, কাশেমনগর, টালিউড়া ও বরইতলীতে আমেরিকা প্রবাসী অয়েকপম বিজন-এর উদ্যোগে বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া মণিপুরী,হিন্দু ও মুসলিম প্রায় ২শ’ পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

জুড়ী উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা ও আমেরিকা প্রবাসী অয়েকপম রাজ কিশোর সিংহ (মাস্টার)-এর তত্ত্বাবধানে এবং প্রাক্তন শিক্ষক নবীন চন্দ্র সিংহ, চন্দ্রহাস সিংহ, নরেন্দ্র সিংহ, রাজকিশোর সিংহসহ এলাকার যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচালিত এ কার্যক্রমে পরিবেশকে সুস্থ রাখার লক্ষ্যে পরিবেশবান্ধব বৃক্ষও বিতরণ করা হয়।

করোনা পরিস্থিতিতে প্রবাসে নিজে প্রতিকূল পরিবেশে থেকেও নিজ এলাকার অসহায় মানুষের জন্য অয়েকপম বিজন-এর নেওয়া এমন মহৎ উদ্যোগের প্রশংসা করেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা। তিনি বলেন, “বিজন আমার খুব কাছের ছোট ভাই। সেই ছাত্র জীবন থেকেই নিজ জাতির জন্য সে উল্লেখযোগ্য ভূমিকা রেখে যাচ্ছে। আজ দেশের বাইরে থেকেও দেশের মানুষের প্রতি তার যে ভালবাসা তা সত্যিই প্রশংসার দাবি রাখে।”

উপহারসামগ্রী বিতরণকালে অয়েকপম বিজন প্রতিটি অঞ্চলের কয়েকটি পরিবারের সাথে ভিডিও কনফারেন্সে বিশ্ব মা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন ও কুশলাদি বিনিময় করে পৃথিবীর সকল মায়েদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় তিনি আশীর্বাদ চেয়ে বলেন, মহান সৃষ্টিকর্তার কাছে নিজ নিজ ধর্মমতে দোয়া ও প্রার্থনা করুন, অনতিবিলম্বে বিশ্ববাসী যেন এ অভিশাপ থেকে মুক্তি পায়। আমার জন্যও প্রার্থনা করুন যাতে সবসময়ই আমি আমার দেশ ও জাতির জন্য কিছু করতে পারি।”

পরিশেষে তিনি এ উদ্যোগের সংশ্লিষ্ট সবাইকে এবং প্রতিটি এলাকার যুব সমাজকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।