২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯
সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্টের চেয়ারে বসেছেন বুধবার। আর আজ, বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টির দল জানিয়ে দিলেন নির্বাচকরা। বিরাট কোহলি এক নাগাড়ে খেলে চলেছেন। তাই তাঁকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। ১৫ সদস্যের এই দলে রোহিত শর্মার হাতে তুলে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব। বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩, ৭ ও ১০ নভেম্বর। সৌরভ-যুগের প্রথম দল নির্বাচনে কারা জায়গা পেলেন? দেখে নেয়া যাক।
শিখর ধাওয়ান: ক্যারিবিয়ান সফর একদমই ভাল যায়নি ধাওয়ানের। তিন ম্যাচে সংগ্রহ ছিল মাত্র ২৪ রান। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ছন্দে ফেরেন বাঁ-হাতি ওপেনার। ব্যাটে বড় রান হয়তো আসেনি। দুটো টি-টোয়েন্টি ম্যাচ থেকে ৭৬ রান করেন ধাওয়ান। অভিজ্ঞ ওপেনার তিনি। বহু কঠিন ম্যাচ খেলেছেন।
রোহিত শর্মা (অধিনায়ক): বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলের নেতৃত্বে রোহিত শর্মা। প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে স্বপ্নের ফর্মে ছিলেন তিনি। যদিও টি-টোয়েন্টিতে ‘হিটম্যান’-এর ব্যাট কথা বলেনি। কিন্তু রোহিত এমনই একজন ব্যাটসম্যান, যিনি তিনটি ফরম্যাটের জন্যই দুরন্ত ব্যাটসম্যান।
লোকেশ রাহুল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে থাকলেও তিনি খেলেননি। টেস্ট দল থেকেও বাদ দেওয়া হয় তাঁকে। টেস্টে ওপেন করতে নেমে রোহিত শর্মা নিজের জায়গা পাকা করে ফেলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
শ্রেয়াস আয়ার: ক্যারিবিয়ান সফরে একদিনের সিরিজে বুঝিয়ে দিয়েছিলেন তিনি তৈরি। মনিশ পান্ডে সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন বারবার। তাই প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের শুরু থেকেই তাঁকে দেখে নেন বিরাট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটো টি টোয়েন্টি ম্যাচে অবশ্য আয়ার নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।
রিশাব পান্ত (উইকেটরক্ষক): মহেন্দ্র সিংহ ধোনি যে বাংলাদেশ সিরিজেও মাঠে ফিরবেন না, তা আগে থেকেই স্থির ছিল। তিনি না থাকায় রিশাব পান্তকে তৈরি করতে চান নির্বাচকরা। বাংলাদেশের বিরুদ্ধে পান্তের দিকে নজর থাকবে সবার। সাম্প্রতিককালে তাঁকে নিয়েই সবচেয়ে বেশি চর্চা হয়েছে।
সঞ্জু স্যামসন: ঘরোয়া ক্রিকেটে সঞ্জু স্যামসন দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ডাবল সেঞ্চুরিও হাঁকিয়েছেন বিজয় হজারে ট্রফিতে। অনেকদিন ধরেই গৌতম গম্ভীরের মতো সাবেক ওপেনার সঞ্জুর জন্য গলা ফাটিয়ে আসছেন। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তাঁকে সুযোগ দিলেন নির্বাচকরা।
মনিশ পান্ডে: মনিশ পান্ডে বিজয় হাজারে ট্রফিতে রানের মধ্যে রয়েছেন। ৯টি ম্যাচে ৫২৫ রান করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে রান পাওয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে দলে রাখা হয়েছে মনিশ পান্ডেকে।
ক্রুনাল পান্ডিয়া: ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্রুনাল পান্ডিয়ার অলরাউন্ড পারফরমান্স নজর কেড়েছিল। প্রোটিয়াদের বিরুদ্ধে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারেলও ব্যাট ও বলের হাত ভাল হওয়ায় বাংলাদেশ সিরিজেও তাঁকে রাখা হয়েছে।
শিবম দুবে: সদ্য অস্ত্রোপচার হয়েছে হার্দিক পান্ডিয়ার। এখনই মাঠে ফেরার সম্ভাবনা নেই তাঁর। হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে শিবম দুবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন বাংলাদেশের বিরুদ্ধে। ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে খেলেন তিনি। এবার জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যেতে পারে।
রাহুল চাহার: খুব কাছ থেকে দেখেছেন ইমরান তাহিরকে। তাঁর কাছ থেকেই ফ্লিপার রপ্ত করেছেন রাহুল চাহার।
ওয়াশিংটন সুন্দর: অফস্পিনার, ব্যাটের হাতটাও বেশ ভাল। পাওয়ারপ্লে চলাকালীন বল করতে পারেন। খুব বেশি বল হয়তো ঘোরান না। কিন্তু, টি-টোয়েন্টিতে তাঁর হাতে নতুন বলও তুলে দেওয়া হয়েছে বহুবার।
দীপক চাহার: ক্যারিবিয়ান সফরে শেষ টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছিলেন। তিন ওভার বল করে চার রান দিয়ে তুলে নিয়েছিলেন তিন উইকেট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’টি ম্যাচ থেকে নিয়েছিলেন দুই উইকেট।
খলিল আহমেদ: উইকেট নেওয়ার পরে তাঁর উদযাপন বিখ্যাত। কাউকে ফোন করছেন এই ভঙ্গিতে ছুটতে থাকেন প্রতিপক্ষের উইকেট তুলে নেওয়ার পরে।
যুজবেন্দ্র চাহাল: কোহলির হাতের অন্যতম তাসকে দেখা যাবে বাংলাদেশের বিরুদ্ধে। বিশ্বকাপে চহাল নিয়েছিলেন ১২টি উইকেট।
শারদুল ঠাকুর: বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে এলেন শারদুল ঠাকুর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটেছিল তাঁর। ১০টি বল করার পরে চোট পেয়ে ছিটকে যেতে হয় তাঁকে। সাত সপ্তাহ রিহ্যাব করতে হয় তাঁকে। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে এলেন শারদুল।
স্পোর্টস ডেস্ক
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D