১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১
স্পোর্টস ডেস্ক ::
আবাহনীর বিপক্ষে সাকিবকাণ্ডে হতাশ ও বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এ বিষয়ে দেশ-বিদেশ থেকে অনেকের কল আসছে তার ফোনে। কিন্তু কোনো কল-ই রিসিভ করছেন না তিনি। সাকিবকাণ্ড দেশের ক্রিকেটকে লজ্জার চরম সীমায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার একটি বেসরকারি টেলিভিশনকে নাজমুল হাসান সেই ঘটনার প্রতিক্রিয়া জানান।
নাজমুল হাসান বলেন, ‘আন্তর্জাতিকভাবে ঘটনাটি এত দেশে ছড়িয়েছে যে, বেইজ্জতি চরমে পৌঁছে গেছে। লজ্জার চরম জায়গায় নিয়ে গেছে আমাদের।সব শেষ করে দিয়েছে। যদিও আগেও ঘরোয়া লিগে বাজে কাণ্ড ঘটেছে। কিন্তু এবার একদম চরম বেইজ্জতি। সাকিবের এই ঘটনা বাংলাদেশের বাইরের কেউ তো এসব সমর্থন করছে না।আমাকে এত দেশ থেকে ফোন করছে যে, আমি ফোন ধরছি না। লজ্জার চরম জায়গায় নিয়ে গেছে। এগুলোর সমাধান না হলে ঘরোয়া লিগ খেলার কারণ দেখি না।’
এদিকে মাঠে আম্পায়ারের সঙ্গে সাকিবের দুর্ব্যবহারের ঘটনায় ঘরোয়া লিগে ব্যাপক দুর্নীতি ও পক্ষপাতদুষ্ট আম্পায়ারিংয়ের অভিযোগ উঠেছে।
উইকেটে লাথি মারাকে দুর্নীতির বিপক্ষে সাকিবের প্রতিবাদ হিসেবে দেখছেন অনেকে।
এমন সব অভিযোগ প্রসঙ্গে পাপন বলেন, ‘ঘরোয়া ক্রিকেট যদি এতটাই দুর্নীতিতে ডুবে থাকে, তা হলে খেলার দরকার কি? যতক্ষণ পর্যন্ত মীমাংসা না হয়, ততক্ষণ পর্যন্ত খেলার তো দরকার নেই।মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম যা বলছে, এসব খেলায় আগে সব সেটিং থাকে, এই করা হচ্ছে, ওই করা হবে, তাহলে তো এই খেলার কোনো মানে হয় না। আগে সমস্যার সমাধান কর তারপর মাঠে নামো। কোভিডের মধ্যে কেন আমরা খেলাব?। শুধুমাত্র কোভিডের কারণে ১ কোটি টাকারও বেশি বাড়তি খরচ করছে বোর্ড এবারের ডিপিএলে। এতকিছু করে, এত কথা শোনার তো দরকার নেই।’
তবে ঘরোয়া লিগে যে কোনো দুর্নীতিই হয় না, এমন দাবিও করছেন না পাপন।
তিনি বলেন, ‘আম্পায়ারিং নিয়ে এর আগে অভিযোগ ছিল। ক্যামেরা লাগানোর পর তো এসব অভিযোগ বন্ধ হয়েছে। এর পর একবারও শুনিনি। তবে আবার যেহেতু আম্পায়ারিং নিয়ে কথা উঠেছে আমি জানতে চাই ক্লাবগুলো থেকেই তাদের কোনো অভিযোগ আছে কিনা। কিন্তু আম্পায়ারিং নিয়ে কোনো ক্লাবই অভিযোগ করেনি এখন পর্যন্ত।’
উল্লেখ্য, শুক্রবারের ঘটনায় আম্পায়ার ও ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে সাকিবকে তিন ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
এ শাস্তি মাথা পেতে নিলেও সাকিবের নিষেধাজ্ঞা তুলে নিতে বিসিবি সভাপতি বরাবর আবেদন করেছে মোহামেডান।
অধিনায়ককে কোনো ম্যাচেই হারাতে চায় না মোহামেডান। নিয়মিত অধিনায়ককে ছাড়া মাঠে নামা কোনো দলের জন্য স্বস্তিকর নয়। তাই সাকিবকে দ্রুত ফিরে পেতে মরিয়া দলটি।
সেই লক্ষ্যে পাপনের কাছে সাকিব গভীরভাবে অনুতপ্ত জানিয়ে নিষেধাজ্ঞা কমানোর অনুরোধ করেছে মোহামেডান।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D