২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০
স্পোর্টস ডেস্ক :: আসন্ন আইপিএলে ডাক পেলেও বিসিবি থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় বিশ্বের সবচেয়ে জমজমাট লিগটিতে অংশ নেওয়া হচ্ছে না বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের। জাতীয় দলের আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্যেই প্রস্তুত হতে বলা হয়েছে এই তারকা পেসারকে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। নিলামে দল না পেলেও আইপিএলের আগমুহূর্তে মুস্তাফিজের প্রতি দুটি দল আগ্রহী হয়ে ওঠে।
চোটের কারণে এবারের আসরে হ্যারি গার্নিকে পাবে না বাঙালি দল কলকাতা নাইট রাইডার্স। দলটি বদলি খেলোয়াড় হিসেবে মুস্তাফিজকে দলে ভেড়াতে চেয়েছিল। একইভাবে মুস্তাফিজের সাবেক দল মুম্বাই ইন্ডিয়ান্সও দলভুক্ত করতে চেয়েছিল বাংলাদেশি পেসারকে, যারা লাসিথ মালিঙ্গার বদলি খেলোয়াড় হিসেবে সম্প্রতি দলে নিয়েছে জেমস প্যাটিনসনকে।
বলা বাহুল্য, মুস্তাফিজ আইপিএলের ডাকে সাড়া দেননি দেশের হয়ে খেলার জন্যই। আগামী অক্টোবর ও নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে দলের বাকি সদস্যদের মত মুস্তাফিজও ব্যক্তিগত অনুশীলন করছেন। আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দলগত অনুশীলনেও মুস্তাফিজের থাকার কথা রয়েছে।
আর এ কারণেই দলের অন্যতম সেরা পেস বোলিং হাতিয়ারকে আইপিএলে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বা অনাপত্তিপত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ক্রিকবাজকে বলেন, ‘হ্যাঁ, মুস্তাফিজ আইপিএল থেকে খেলার প্রস্তাব পেয়েছিল। তবে আমরা তাকে এনওসি দিইনি। সামনে আমাদের শ্রীলঙ্কা সফর রয়েছে।’
উল্লেখ্য, ইতোপূর্বে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছিলেন মুস্তাফিজ।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D