বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা হারুনকে বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০

বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা হারুনকে বিদায় সংবর্ধনা

বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা ও মুড়িয়া ৮ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মো. হারুন রশীদকে প্রবাস যাত্রা উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) রাত ৮ টায় পূর্ব মুড়িয়া আওয়ামীলীগের কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করেন সংগঠনের নেতৃত্ব।

সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, মোহাম্মদ হোসেন খসরু, মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তুতিউর রহমান, যুগ্ম সম্পাদক এখলাছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামছুল ইসলাম ছানা, সদস্য সেলিম উদ্দিন আহমেদ, মুড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল কুদ্দুছ, প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. আব্দুল আজিজ, পূর্ব মুড়িয়া (আঞ্চলিক) যুবলীগের সভাপতি মো. আব্দুস সামাদ, স্থানীয় আওয়ামী নেতা আব্দুল ওয়াহিদ সেলু, দুদু মিয়া, পূর্ব মুড়িয়া (আঞ্চলিক) ছাত্রলীগের সভাপতি সাইফুল রহমান জীম, সহ সভাপতি মো. আব্দুল হক প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল