‘বুঝতেই পারিনি আমি করোনায় আক্রান্ত’

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০

‘বুঝতেই পারিনি আমি করোনায় আক্রান্ত’

খেলাধুলা : আগামী ২৭ নভেম্বর কেপটাউনে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের সিরিজ। আর এর আট দিন আগেই প্রাণঘাতী করোনা হানা দিল প্রোটিয়া শিবিরে।করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার।  আক্রান্ত ক্রিকেটার ও তার সংস্পর্শে আসা আরও দুই ক্রিকেটারকে রাখা হয়েছে আইসোলেশনে।  শুধু তাই নয়, কোভিড-১৯ পজিটিভ হয়েছেন দলটি প্রধান কোচ মার্ক বাউচারও।অথচ তিনি জানতেনই না যে, ভাইরাসটিতে আক্রান্ত তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ উপলক্ষে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাউচার বলেন, ‘ছয় থেকে সাত দিন একটি রুমের মধ্যে বসে থাকা বেশ কঠিন। আমি নিজেও বুঝতে পারিনি যে আমি এই ভাইরাসে আক্রান্ত হয়েছি। এক বা দুদিন আমি কিছুটা অসুস্থবোধ করেছি। নেটে কিছু খেলোয়াড়কে বল ছুড়ে দেয়ার সময় আমি কিছুটা ব্যথা অনুভব করছিলাম। ’এদিকে আক্রান্ত ও আইসোলেশনে চলে যাওয়া আরও দুই ক্রিকেটারসহ তিনজনের নাম প্রকাশ করেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তবে ওই তিন ক্রিকেটারের কোনো বদলি নেয়া হচ্ছে না জানিয়েছেন তারা।  কেবল দলে বাড়তি দুজন ক্রিকেটার যোগ করা হচ্ছে বলে নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এদিকে সিরিজ খেলতে ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকায় পৌঁছে অনুশীলন শুরু করেছে ইংলিশ ক্রিকেটাররা।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল