বৃক্ষপ্রেমী ছিদ্দেক আলী’র মেয়ের বিয়ে সম্পন্ন

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৭

বৃক্ষপ্রেমী ছিদ্দেক আলী’র মেয়ের বিয়ে সম্পন্ন

শাহজালাল (র.) তৃতীয় সেতু হইতে হাজরাই রেল ক্রসিং পর্যন্ত এবং মকন উচ্চ বিদ্যালয় হইতে মাসুকগঞ্জ বাজার পর্যন্ত বৃক্ষরোপনকারী ও উপকার ভোগী সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ইনাতাবাজ গ্রামের মৃত সফর উল্ল্যা’র পুত্র ছিদ্দেক আলী (বৃক্ষপ্রেমী) ছোট মেয়ে এবং সিলেট জেলা যুবদল নেতা নূরুল হক এর ছোট বোন ও জেলা ছাত্রদল নেতা জুবায়ের আহমদ লিলু খালাতো বোন রাহেলা আক্তার নিপা’র বিয়ে জালালাবাদ থানার শিবের বাজারের বড় পৌদ গ্রামের আব্দুল খালিক’র পুত্র মো. আমির উদ্দিন’র সাথে রোববার (৬ আগস্ট) সদর উপজেলা কুমারগাঁও বাস স্ট্যান্ডস্থ শাহান কমিনিউটি সেন্টারে সম্পন্ন হয়।
বিবাহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) আতাউর রহমান পীর, যুক্তরাজ্য প্রবাসী বশির উদ্দিন আহমদ, সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেটের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন, ইনাতাবাজ মসজিদের ইমাম ফয়জুল ইসলাম, মিফহাহুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল তাজ উদ্দিন, বাংলাদেশ ফটো জানালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম, পারভীন ইসলাম।
রাজনীতিবীদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুস শুকুর, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, প্রচার সম্পাদক আলী আহমদ হীরা, যোগাযোগ সম্পাদক আলাউদ্দিন আলাই, ঢাকা পল্টন থানা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন রাসেল, ঢাকা পল্টন থানা যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, সিলেট জেলা যুবদল নেতা সামছুল ইসলাম টিটু, এ এম শামীম, কাওছার আহমদ নামর, ছাত্রদল নেতা নজমুল ইসলাম, সুমন আহমদ, নাসিম আহমদ, রাবেল আহমদ, মিছবাহ উদ্দিন, আক্তার হোসেন, রুহুল আমিন, আফজল হোসেন, আসাদ উদ্দিন প্রমুখ।