২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জুন ১১, ২০১৯
স্পোর্টস ডেস্কঃঃ আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানা গিয়েছিল, ব্রিস্টলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি। হয়েছও তাই। স্থানীয় সময় সকাল থেকে বৃষ্টিতে ভেসে গেছে ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডের মাঠ। ফলে নির্ধারিত সময় টস অনুষ্ঠিত হতে পারেনি।
তবে আশার কথা, এই মুহূর্তে বৃষ্টি নেই। আম্পায়াররা স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়) মাঠ পরিদর্শনে যাবেন। তারপর ম্যাচ শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
ব্রিস্টলের বর্তমানে বৃষ্টি না থাকলেও আকাশে মেঘেও আছে বেশ। সঙ্গে প্রচুর বাতাস। যেকোন সময় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।
এর আগে সোমবার সাউদাম্পটনে বৃষ্টিতে ভেস্তে গেছে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে দুই দলকে। এর আগে ব্রিস্টলে শ্রীলঙ্কা-পাকিস্তানের ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
গতকাল সোমবার লন্ডনের আবহাওয়া অফিস জানিয়েছিল, মঙ্গলবার সারাদিনই থেকে থেকে বৃষ্টি ঝরবে। বিশেষ করে ভোর থেকে দুপুর পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। বৃষ্টি থাকবে দুপুরের পরেও।
সিদি/১১জুন১৯/জুনেদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D