বৃহত্তর সিলেট মিলেনিয়াম ব্যাচ এর,মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত।মহান বিজয় দিবসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সশ্রদ্ধ সালাম জানিয়ে,বৃহত্তর সিলেট মিলেনিয়াম ব্যাচ এসএসসি ২০০০সালের বন্ধুদের নিয়ে গড়ে ওঠা সামাজিক যোগাযোগ মাধ্যাম ফেইসবুক গ্রুপ ” গ্রেটার সিলেট মিলেনিয়াম ব্যাচ এসএসসি -২০০০ ও এইচএসসি ২০০২” এর প্রধান সমন্বয়ক মীর্জা হুমায়ুন কবীর জনি ও কাজী বায়েছ এর তত্ত্বাবধানে ও হারিছ আলীর পরিচালনায় এবং শামীম সরকারের উপস্থাপনায় এমসি কলেজে গতকাল বিকেল ৩ ঘটিকায় সভার র্কাযক্রম অনুষ্টিত হয়।সভার আলোচ্য বিষয় ছিল বৃহত্তর সিলেট মিলেনিয়াম ব্যাচের ২০ বছর র্পূতি উদযাপন নিয়ে সকল বন্ধুদের পরামর্শ ও মতামত গ্রহণ, গ্রুপের উদ্যোগে শীতবস্ত্র বিতরন, গ্রুপের ভবিষ্যত র্কমপন্থা ও র্কমপদ্ধতি র্নিধারন করা হয়।উক্ত প্রোগ্রামে আরো মতামত প্রদান করেন সমীরন তালুকদার,আশরাফুল ইসলাম বিপ্লব,চৌধুরী আরাফাত,বেলাল হোসেন,রফিকুল ইসলাম সাঈদ,নওরীন নাহার,মাহবুবা ফাহমী তামান্না,রনী,তানজীনা কাওসার,রুবেল আজম,ডাঃ রাহুল চক্রবর্তী,আজীজুর রহমান রুহী,কাজী মামুন, মাহবুবুর রহমান,ইমন,সাদিক,জামান,তুহীন,রুবা,মুনিম,রাজীব,আমিনুর,লোপা, ফারজানা নিশাত,সুহেল,জলীল,ফয়েজ, ডেইজি,র্পূনিমা পাল,পরিতোষ, বাবলু রন্জন,জলীল,আদিল।এছাড়া ও মিলেনিয়াম ব্যাচের অনেক স্টার বন্ধুরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি