বৃহত্তর সিলেট মিলেনিয়াম ব্যাচ’র মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

বৃহত্তর সিলেট মিলেনিয়াম ব্যাচ’র মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহত্তর সিলেট মিলেনিয়াম ব্যাচ এর,মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত।মহান বিজয় দিবসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সশ্রদ্ধ সালাম জানিয়ে,বৃহত্তর সিলেট মিলেনিয়াম ব্যাচ এসএসসি ২০০০সালের বন্ধুদের নিয়ে গড়ে ওঠা সামাজিক যোগাযোগ মাধ্যাম ফেইসবুক গ্রুপ ” গ্রেটার সিলেট মিলেনিয়াম ব্যাচ এসএসসি -২০০০ ও এইচএসসি ২০০২” এর প্রধান সমন্বয়ক মীর্জা হুমায়ুন কবীর জনি ও কাজী বায়েছ এর তত্ত্বাবধানে ও হারিছ আলীর পরিচালনায় এবং শামীম সরকারের উপস্থাপনায় এমসি কলেজে গতকাল বিকেল ৩ ঘটিকায় সভার র্কাযক্রম অনুষ্টিত হয়।সভার আলোচ্য বিষয় ছিল বৃহত্তর সিলেট মিলেনিয়াম ব্যাচের ২০ বছর র্পূতি উদযাপন নিয়ে সকল বন্ধুদের পরামর্শ ও মতামত গ্রহণ, গ্রুপের উদ্যোগে শীতবস্ত্র বিতরন, গ্রুপের ভবিষ্যত র্কমপন্থা ও র্কমপদ্ধতি র্নিধারন করা হয়।উক্ত প্রোগ্রামে আরো মতামত প্রদান করেন সমীরন তালুকদার,আশরাফুল ইসলাম বিপ্লব,চৌধুরী আরাফাত,বেলাল হোসেন,রফিকুল ইসলাম সাঈদ,নওরীন নাহার,মাহবুবা ফাহমী তামান্না,রনী,তানজীনা কাওসার,রুবেল আজম,ডাঃ রাহুল চক্রবর্তী,আজীজুর রহমান রুহী,কাজী মামুন, মাহবুবুর রহমান,ইমন,সাদিক,জামান,তুহীন,রুবা,মুনিম,রাজীব,আমিনুর,লোপা, ফারজানা নিশাত,সুহেল,জলীল,ফয়েজ, ডেইজি,র্পূনিমা পাল,পরিতোষ, বাবলু রন্জন,জলীল,আদিল।এছাড়া ও মিলেনিয়াম ব্যাচের অনেক স্টার বন্ধুরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল