বেনজেমার জোড়া গোলে নকআউটে রিয়াল

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০

বেনজেমার জোড়া গোলে নকআউটে রিয়াল

স্পোর্টস ডেস্ক

হারলেই চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার শঙ্কা। শঙ্কা ছিল কোচ জিনেদিন জিদানের চাকরি খোয়ানোর।

দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ।

বুধবার রাতে আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ২-০ গোলে হারিয়েছেন জিদানের শিষ্যরা।

দুটি গোলই এসেছে করিম বেনজেমার অসাধারণ নৈপুণ্যে।

ম্যাচ শুরুর ৯ মিনিটে লুকাস ভাসকেসের ক্রস থেকে ভেসে আসা বলে লাফিয়ে উঠে হেড করেন বেনজেমা। সাঁই করে তা জড়িয়ে যায় বরুশিয়ার জালে। তাকিয়ে তাকিয়ে তা দেখা ছাড়া আর কিছুই করার ছিল না গোলরক্ষকের।

৩১ মিনিটে ফের বরুশিয়া শিবিরে আঘাত হানেন বেনজেমা।

সেই গোলটি যেন প্রথম গোলের রেপ্লিকা। এবার ডান দিক থেকে রদ্রিগোর ক্রসে ভেসে আসা বলে মাথা ছোঁয়ান ফরাসি ফরোয়ার্ড বেনজেমা।

এবার চেষ্টা করেও পরাস্ত হলেন বরুশিয়ার গোলরক্ষক সমের।

২-০তে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যাটট্রিক পেয়ে যেতে পারতেন বেনজেমা। ৪৯ মিনিটে তার আরেকটি হেড ধরে ফেলেন গোলরক্ষক।

৬৩ মিনিটে টনি ক্রুসের বুলেট গতির শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক সমের।

পুরো ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ করেই গেছে রিয়াল। বরুশিয়ার পোস্ট বরাবর ১৯টি শট নিয়েছেন রিয়ালের খেলোয়াড়রা। বিপরীতে ৭টি শট নিতে পেরেছে বরুশিয়া।

বলদখলের লড়াইয়েও রিয়ালের আধিপত্য ছিল ৬৪ শতাংশ।

তবে এমন আধিপত্য বিস্তার করেও দ্বিতীয়ার্ধে জালের ঠিকানা খুঁজে পায়নি রিয়াল।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

এই জয়ের পর সব শঙ্কা উড়িয়ে নকআউটে উঠল রিয়াল মাদ্রিদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল