ব্যবসায়ীর বাড়িতে আগুন, ৩ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৯

ব্যবসায়ীর বাড়িতে আগুন, ৩ লাখ টাকার ক্ষতি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে কর্মধা ইউনিয়নের বুধপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় তিন লাখ টাকার পণ্য আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনের খবর পেয়ে কুলাউড়ার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলায়েত হোসাইন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ঘটনাস্থল থেকে প্রায় ২৫ লাখ টাকার পণ্য উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

কুলাউড়া প্রতিনিধি