২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০
স্পোর্টস ডেস্ক
ব্যর্থতার বৃত্তেই আটকে আছেন সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সাত ম্যাচে অংশ নিয়ে সাকিব ফেরেন ১৫, ১২, ৩, ১১, ১৪, ৪ ও ১৫ রানে। সাত ম্যাচে তার সংগ্রহ ১০.৫৭ গড়ে ৭৪ রান।
ম্যাচ ফিক্সিংয়ের এক বছরের নিষেধাজ্ঞা থেকে ফিরেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলছেন সাকিব। দীর্ঘদিন পর পেশাদার ক্রিকেট খেলতে নেমে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছেন না জাতীয় দলের এ তারকা অলরাউন্ডার।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের ১৬তম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ১৬ বলে ১৫ রান করে আউট হন সাকিব।
ফ্রাঞ্চাইজি এ টুর্নামেন্টে আগের ছয় ম্যাচেও ব্যাটে বলে উল্লেখ্য করার মতো সাফল্য পাননি সাকিব। প্রথম ম্যাচে ১৮ রান দিয়ে এক উইকেট শিকার করলেও দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে ২৭ ও ১৪ রান খরচ করে কোনো উইকেট পাননি। ঢাকার বিপক্ষে ৮ রানে নেন উইকেট।
বরিশালের বিপক্ষে ২২ রানে নেন এক উইকেট। রাজশাহীর বিপক্ষে ১৭ রান খরচ করলেও কোনো উইকেট পাননি। মঙ্গলবার চট্টগ্রামের বিপক্ষে ৪ ওভারে ৭.৫০ গড়ে ৩০ রান খরচ করে সাকিব শিকার করেন দুই উইকেট।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D