২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯
প্যারিসে আজ রাতে দেওয়া হবে ব্যালন ডি’অর পুরস্কার। তার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাফলের তালিকা প্রকাশ হয়ে গেল! যেখানে দেখা যাচ্ছে, রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জিততে চলেছেন লিওনেল মেসি।
গত অগাস্টে মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে হারিয়ে উয়েফা বর্ষসেরা পুরস্কার জিতেছিলেন ভার্জিল ফন ডাইক। সেপ্টেম্বরে ফন ডাইক ও রোনালদোকে পেছনে ফেলে ফিফার ‘দ্য বেস্ট’ জেতেন মেসি। ব্যালন ডি’অরের লড়াইয়েও এই তিনজনের সম্ভাবনাই বেশি।
টুইটারে প্রকাশ হওয়া তালিকায় দেখা যাচ্ছে, লিভারপুল ডিফেন্ডার ফন ডাইয়ের চেয়ে ৬৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন মেসি। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, রোনালদোর নাম সেরা তিনেও নেই!
রোনালদো ব্যালন ডি’অর জিতেছেন মোট পাঁচবার। পর্তুগিজ তারকা গত আট মৌসুমে হয় বিজয় না-হয় দ্বিতীয় হয়েছেন।
তালিকায় তিনে দেখা যাচ্ছে লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর নাম। রোনালদো আছেন চার নম্বরে। পরের দুটি স্থানে লিভারপুলের সাদিও মানে ও অ্যালিসন বেকার।
ধারণা করা হচ্ছে, আজ রাতে ব্যালন ডি’অরের যে ফলাফল প্রকাশ হওয়ার কথা, সেটা ফাঁস হয়ে গেছে আগেভাগেই। তালিকাটা সত্যি হলে রোনালদোকে পেছনে ফেলে রেকর্ড ষষ্ঠবারের মতো বর্ষসেরার এই পুরস্কার জিততে চলেছেন মেসি!
স্পোর্টস ডেস্ক
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D