ব্রাজিলের আগে ইংল্যান্ড

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০

ব্রাজিলের আগে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক :

ব্রাজিল তাদের পুরুষ ও নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের বেতন-ভাতা নিয়ে বৈষম্য দূর করার ঘোষণা দেয়ার পর ইংল্যান্ড জানাল, আগেই এই নিয়ম চালু করেছে তারা।

গত জানুয়ারি থেকে তাদের পুরুষ ও নারী খেলোয়াড়রা সমান ম্যাচ ফি ও বোনাস পাচ্ছেন।

এক বিবৃতিতে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল সংস্থা (এফএ)। গত বুধবার বেতন-ভাতায় পুরুষ ও নারী দলের মধ্যে বৈষম্য দূর করার ঘোষণা দেয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।

গত নভেম্বরে ছেলে ও মেয়েদের মধ্যে বেতন বৈষম্য কমানোর ব্যাপারে খেলোয়াড়দের সংগঠনের সঙ্গে একমতে আসার ঘোষণা দেয় অস্ট্রেলিয়া ফুটবল সংস্থা। একই পথে অনেকটা এগিয়ে গেছে নিউজিল্যান্ড এবং নরওয়েও।

ফিফা আয়োজিত টুর্নামেন্টে বৈষম্য রয়ে গেছে। ২০১৯ নারী বিশ্বকাপের দলগুলোর প্রাইজ মানি ছিল তিন কোটি মার্কিন ডলার, যেখানে ছেলেদের বিশ্বকাপে অঙ্কটা চল্লিশ কোটি মার্কিন ডলার। পুরুষ ও নারী ফুটবলারদের বেতন বৈষম্যের বিষয়টি গত বছর সামনে আনেন যুক্তরাষ্ট্রের পেশাদার নারী ফুটবলাররা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল