২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১
অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষায় করোনার নতুন একটি টিকার ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকারিতা দেখা গেছে।
বিবিসির চিকিৎসাবিষয়ক সম্পাদক ফেরগুস ওয়ালস বলেন, ব্রিটেনে পাওয়া করোনার নতুন ধরনের বিরুদ্ধেও প্রথমবারের মতো নভোভ্যাক্স নামের এই টিকা ফলপ্রসূ বলে প্রমাণিত হয়েছে।
এ সফলতাকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এখন এই টিকার অনুমোদন দেওয়া যায় কিনা তা মূল্যায়ন করবেন।
ব্রিটেন এই টিকার ছয় কোটি ডোজ ইতিমধ্যে নিশ্চিত করেছে। চলতি বছরের মাঝামাঝিতে যা সরবরাহ করা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তবে এর পুরোটাই নির্ভর করছে ব্রিটেনের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রণ সংস্থা এমএইচআরএর অনুমোদনের ওপর। ইতিমধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক ও মডার্না—তিনটি করোনার টিকার অনুমোদন দিয়েছে দেশটি।
যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ তৈরিকারী প্রতিষ্ঠান নোভাভ্যাক্সের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাজ্যে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের পর দেখা গেছে তাদের টিকা ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর।
১৮ থেকে ৮৪ বছর বয়সী ১৫ হাজার মানুষের ওপর এই টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে ২৭ শতাংশ মানুষের বয়স ৬৫ বছরের বেশি।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D