বড়লেখার শাহবাজপুরে বাল্যবিবাহ ভেঙে দিলো ‘বাল্যবিবাহ প্রতিরোধ সংঘ’

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৮

বড়লেখার শাহবাজপুরে বাল্যবিবাহ ভেঙে দিলো ‘বাল্যবিবাহ প্রতিরোধ সংঘ’

উপজেলা সংবাদদাতা:: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুরে বাল্যবিবাহ রুখে দিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন ‘বাল্যবিবাহ প্রতিরোধ সংঘ’ গতকাল (২০ নভেম্বর) ইউনিয়নের পাবিজুরিপার গ্রামে ঘটনাটি ঘটে।
জানা যায়, স্থানীয় পাবিজুরিপার গ্রামের দিনমজুর কাজল মিয়ার অপ্রাপ্ত বয়স্ক কন্যা আমেনা বেগম (১৫)র সাথে বিয়ের আয়োজন করেন ইউনিয়ন যুবলীগ নেতা জুবের আহমদ।
খবর পেয়ে ‘বাল্যবিবাহ প্রতিরোধ সংঘ’ উপজেলা মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের নিয়ে বিয়ে বাড়ীতে উপস্থিত হলে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন বিয়ের বর, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম জুবের আহমদ। শুরুতে হুমকি ধামকি দিলেও উপস্থিত সংবাদকর্মী ও মানবাধিকারকর্মীদের কারণে এক পর্যায়ে এই বিয়ে ভাঙ্গতে তিনি বাধ্য হোন।
বাল্য বিবাহ প্রতিরোধ সংঘের সভাপতি আশফাক জুনেদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, এই অবৈধ বাল্য বিবাহটি ভেঙ্গে দিতে পেরে আমরা আনন্দিত। একটি মেয়েকে তার স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পেরে আমরা আমাদের সংগঠনের সার্থকতা অনুভব করছি।
সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মাহিন বলেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ঘটনার পর থেকে ক্রমাগত হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন৷ তিনি আরো বলেন শীঘ্রই আমরা জিডি করব।
বড়লেখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাটির ব্যাপারে জানতে পেরেছি। স্থানীয় সামাজিক সংগঠন ও মানবাধিকার কর্মীদের ধন্যবাদ দিয়ে তিনি আরো বলেন, এ বিষয়ে এখনো কোন মামলা কিংবা জিডি হয়নি।
এদিকে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম জুবের আহমদের মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে চাননি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল