২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০
বড়লেখা প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘দেশকে উন্নত করার জন্য আমাদের প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন। এই পরিকল্পনা অনুযায়ী দেশের শতভাগ শিক্ষার্থীকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা চলছে। শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই জন্য সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছে। মেয়েদের থেকে স্কুলে বেতন নেওয়া হচ্ছে না। তাদের ডিগ্রি পর্যন্ত উপবৃত্তি প্রদান করা হচ্ছে।’
মন্ত্রী আরো বলেন, ‘ছেলেমেয়ে উভয়ের লেখাপড়ার বিষয়ে গুরুত্ব দিতে হবে। না হলে জাতি শিক্ষিত হবে না। শুধু স্কুলে আসা-যাওয়া করলে হবে না। লেখাপড়ার মান উন্নত করতে হবে। অভিভাবকদের সচেতন হতে হবে। স্কুল থেকে বাড়ি যাওয়ার পর ছেলেমেয়েরা ঠিকমত পড়ছে কি-না এটা অভিভাবকদের খেয়াল রাখতে হবে। এতে শিক্ষার মান ভালো হবে।’
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সোনাতোলা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ৪র্থ তলা ভিত বিশিষ্ট একতলা ভবনের কাজ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এতে সরকারের ব্যয় হবে ৮০ লাখ ৭৫ হাজার টাকা।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি উপাধ্যক্ষ একেএম হেলাল। শিক্ষক সজল সরকারের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন ও ইউপি সদস্য ফয়ছল আলম স্বপন।
এসময় বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে মন্ত্রী এদিন বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের টেকাহালী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ৩য় ও ৪র্থ তলার উর্ধ্বমূখি সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর, পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে বড়লেখা সদর ইউনিয়ন এলাকার ধামাই নদীর খনন কাজ পরিদর্শন, উপজেলা পরিষদ মিলনায়তনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আওতায় টি আর/কাবিটা কর্মসূচির অর্থে ৭০৭জন দরিদ্র মানুষের মাঝে সৌর বিদ্যুতের উপকরণ বিতরণ করেন।
জাতির পিতার ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর
উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ম্যুরাল নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সালেহ আহমদ জুয়েল। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাজটি বাস্তবায়ন করছে। এসময় বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. সামসুল ইসলাম ভূঁঞা, আদালতের এপিপি গোপাল দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, তালিমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সিরাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D