বড়লেখায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

বড়লেখায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের পাকশাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) দুপুরে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণায়ের অর্থায়নে ১২ হাজার ৭ শত ৮৮ বর্গফুট আয়তনের এ আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারে ব্যয় হবে ৩ কোটি ৪৮ লক্ষ ৫৬ হাজার টাকা।

এসময় উপস্থিত ছিলেন, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান প্রমুখ।