১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় জমি নিয়ে বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের নেতৃত্বে কামরুল ইসলাম (২৭) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। কামরুল ইসলাম বড়লেখা সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামের মৃত মঈন উদ্দিনের বড় ছেলে। গত সোমবার (২৬ এপ্রিল) বিকেলে কামরুল ইসলামের বাড়ির সামনের জমিতে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
অপরদিকে এই ঘটনায় সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৮টায় নিহত কামরুল ইসলামের স্ত্রী হুমায়রা আক্তার বাদী হয়ে সাতকরাকান্দি গ্রামের মৃত সাজিদ আলীর ছেলে মাহমুদুল হাসানকে (৩১) প্রধান আসামি ও আপন দেবর (স্বামীর আপন ভাই) সাদিকুর রহমানকে (২৫) ২ নম্বর আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কামরুল ইসলাম ও তার আপন ছোট ভাই সাদিকুর রহমানের মধ্যে পরিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। ঘটনার দিন দুপুরে কামরুল ইসলাম ও তার ভাই সাদিকুর রহমানের মধ্যে কথা কাটাকাটি হয়। এনিয়ে বিকেলে বাড়ির সামনের জমিতে দুইজন (কামরুল ইসলাম ও সাদিকুর রহমান) ধস্তাধস্তি শুরু করেন। এরপর একপর্যায়ে সাদিকুর রহমান ছুটে গিয়ে বাড়ি থেকে ধারালো দা এনে কামরুলের ওপর হামলা চালান। এসময় সাদিকুর রহমানের পক্ষ নেন আরও এক যুবক। ওই যুবকের সহযোগিতায় সাদিকুর রহমান আপন বড় ভাই কামরুলকে এলোপাতাড়ি কোপান। এতে রক্তাক্ত অবস্থায় তিনি (কামরুল) মাটিতে লুটিয়ে পড়েন। এরপর সাদিকুর রহমান ও হামলাকারী ওই যুবক পালিয়ে যায়। স্থানীয়রা আহত কামরুল ইসলামকে উদ্ধার করে বড়লেখা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে (কামরুল ইসলাম) মৃত ঘোষণা করেন।
বড়লেখা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আহমদ হোসেন মুঠোফোনে বলেন, ‘হাসপাতালে আনার আগেই পথে আহত কামরুল ইসলামের মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তিনি পথে মারা গিয়েছেন।’
এদিকে সোমবার (২৬ এপ্রিল) ঘটনার দিনগত রাত ৭টায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউসুফ ও বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর। তারা উভয়েই নিহতের পরিবারকে সান্তনা দেন এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার আশ^াস দেন।
বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর বলেন, ‘বিকেলে আমি গাড়ি করে কেরামতনগর চা বাগানের দিকে যাচ্ছিলাম। এমন সময় কামরুলের ওপর হামলা হচ্ছে দেখি। দুইজন মিলে কামরুল ইসলামের ওপর হামলা চালিয়েছে। কামরুলের ভাই সাদিকুর রহমান ছাড়া অপর যুবক হচ্ছেন মাহমুদুল হাসান। তাকে আমি ছিনেছি। কামরুলকে বেশি কুপিয়েছে মাহমুদুল হাসান।’
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় তার স্ত্রী হুমায়রা আক্তার দুইজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। অন্যদিকে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D