বড়লেখায় রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

বড়লেখায় রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের বড়লেখায় ওষুদের দোকান ব্যতিত রাত ৮টার মধ্যে সবধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। করোনাভাইরাসের বিস্তার রোধে উপজেলা প্রশাসন এই নির্দেশ দিয়েছে। রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান এই তথ্য জানিয়েছেন। পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত সবাইকে এই আইন মেনে চলতে বলা হয়েছে। তবে কেউ এই নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান জানান, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১১৪ (৩) ধারা অনুযায়ী রাত আটটার পরে কোনো দোকানপাট খোলা রাখা যাবে না। শুধুমাত্র ওষুধের দোকান খোলা থাকবে। বিষয়টি মাইকিং করে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরও দোকানপাট খোলা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।