বড়লেখায় স্কুলছাত্র নিখোঁজ, পরিবারে উৎকণ্ঠা

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯

বড়লেখায় স্কুলছাত্র নিখোঁজ, পরিবারে উৎকণ্ঠা

নিজস্ব প্রতিবেদক,::মৌলভীবাজারের বড়লেখায় মোহাম্মদ সাফওয়ান (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। কাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে তাকে পাওয়া যাচ্ছে না। এতে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার। এ ঘটনায় সাফওয়ানের বড় ভাই মোহাম্মদ সালমান বড়লেখা থানায় একটি জিডি করেছে।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

জানা গেছে, মোহাম্মদ সাফওয়ান উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির সফরপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। সে বড়লেখা পিসি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। সাফওয়ান পরিবারের সঙ্গে বড়লেখা পৌরশহরের বারইগ্রাম এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকে। গতকাল বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাফওয়ান বাজারে চাল কেনার জন্য বাসা থেকে বেরিয়ে বাজারে যায়। এরপর সে আর বাসায় ফেরেনি। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাচ্ছেন না। এতে তারা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাতেই সাফওয়ানের বড় ভাই মোহাম্মদ সালমান বড়লেখা থানায় একটি জিডি করেন।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘আমরা সাফওয়ানকে খোঁজ বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

৩০/১১/২০১৯